BCCI: রঞ্জি ছাড়া আর কোনো ম্যাচ নয় IPL ভেন্যুগুলিতে! রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে নির্দেশ বোর্ডের

People's Reporter: বর্তমানে কলকাতা, পুনে, রাজকোট এবং নাগপুরে রঞ্জির কোয়ার্টার ফাইনাল চলছে। তবে এর মধ্যে কলকাতার ইডেনে কেবল আইপিএল খেলা হয়।
ইডেন গার্ডেন্স
ইডেন গার্ডেন্সছবি - সংগৃহীত
Published on

আইপিএল শুরুর আগে ইডেনে আর কোনও ম‍্যাচ করা যাবে না। শুধু ইডেনে নয়, বিভিন্ন রাজ‍্য ক্রিকেট নিয়ামক সংস্থাকে এই মর্মে চিঠি দিয়ে নির্দেশ জারি করেছে বিসিসিআই

যে সমস্ত মাঠে IPL হবে সেই সব মাঠে (রঞ্জি ম‍্যাচ ছাড়া) অন‍্য কোনও ম‍্যাচ করা যাবে না। বর্তমানে কলকাতা, পুনে, রাজকোট এবং নাগপুরে রঞ্জির কোয়ার্টার ফাইনাল চলছে। তবে এর মধ্যে কলকাতার ইডেনে কেবল আইপিএল খেলা হয়। হরিয়ানা জিতলে রঞ্জি সেমিফাইনালও হতে পারে ইডেনে (চূড়ান্ত নয়)। তাছাড়া আর কোনও ম্যাচ হবে না। শুধু ইডেন নয়, বিভন্ন রাজ্যের আইপিএল খেলা স্টেডিয়ামগুলির জন্য একই নির্দেশিকা জারি করা হয়েছে।

বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত আইপিএল ভেন্যু ব্যক্তিগত ইভেন্টের জন্য ব্যবহার করা যাবে না। তবে রঞ্জি ট্রফি ২০২৪-২৫ এর জন্য বোর্ড কেবল ছাড়পত্র দিয়েছে। রঞ্জি ট্রফির নকআউট ম্যাচগুলি কোনও ভেন্যুতে নির্ধারিত হলে তবেই কেবল মাঠটি ব্যবহার করা যেতে পারে। আসন্ন আইপিএল ২০২৫-এ মসৃণ এবং উচ্চমানের ম্যাচ আয়োজনের জন্য পিচ এবং আউটফিল্ড রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধান আইপিএল ভেন্যুগুলির মধ্যে রয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ), গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ), তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ), কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ), হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ), ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ), উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ), পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) এবং রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ)।

ইডেন গত ২ বার আইপিএলের সেরা মাঠের তকমা পেয়েছে। আগামী ২১ মার্চ থেকে আইপিএল শুরু। ফাইনাল হতে চলেছে ২৫ মে। উদ্বোধন আর ফাইনাল দুটোই হবে ইডেনে (যেহেতু গতবার কেকেআর আইপিএলে চ্যাম্পিয়ন হয়)।

ইডেন গার্ডেন্স
Rohit Sharma: কামব্যাকের রাতে একাধিক রেকর্ড রোহিতের, টপকালেন ক্রিস গেইলকেও!
ইডেন গার্ডেন্স
La Liga: সেভিয়াকে হারিয়ে লা লিগা জমিয়ে দিল বার্সা, কমলো রিয়ালের সাথে পয়েন্ট পার্থক্যও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in