La Liga: সেভিয়াকে হারিয়ে লা লিগা জমিয়ে দিল বার্সা, কমলো রিয়ালের সাথে পয়েন্ট পার্থক্যও

People's Reporter: ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫০। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের। ২৩ ম্যাচ খেলে ১৫টি জয়, ৩টি ড্র এবং ৫টি হার নিয়ে বার্সার পয়েন্ট ৪৮।
গোলের পর রাফিনহা
গোলের পর রাফিনহাছবি - বার্সেলোনার ফেসবুক পেজ
Published on

সেভিয়াকে ৪-১ গোলে পরাজিত করে লা লিগা জয়ের দৌড় জমিয়ে দিল বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে বার্সার পয়েন্টের পার্থক্য মাত্র ২। হাতে এখনও অনেক ম্যাচ। আবার দ্বিতীয় স্থানে সাথে অ্যাটলেটিকোর সাথে ইয়ামালদের মাত্র ১ পয়েন্টের তফাৎ।

মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় বিশেষ সুবিধা পেল বার্সেলোনা। শনিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি। দুই দলই ১ পয়েন্ট করে পায়। দুই দলের সাথে পয়েন্টের ব্যবধান কমাতে হলে সেভিয়া ম্যাচ জিততেই হত বার্সাকে।

রবিবার মধ্যরাতে ম্যাচের ৭ মিনিটের মাথায় গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভনডস্কি। যদিও ১ মিনিটের মধ্যে সমতা ফেরান সেভিয়ার রুবেন ভারগাস। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধ থেকে একের পর এক আক্রমণ করতে থাকে বার্সা। ৪৬ মিনিটের মাথায় ফার্মিন লোপেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ৫৫ মিনিটে রাফিনহা এবং ৮৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ৪-১ ব্যবধানে জয় পায় বার্সা।

এই জয়ের ফলে লিগ টেবিলের প্রথম দুই দলের সাথে ব্যবধান কমলো লেভনডস্কিদের। ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫০। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের। ২৩ ম্যাচ খেলে ১৫টি জয়, ৩টি ড্র এবং ৫টি হার নিয়ে বার্সার পয়েন্ট ৪৮। চতুর্থ স্থানে থাকা অ্যাথলেটিক ক্লাবের পয়েন্ট ৪৪ এবং পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৪০। এখনও ১৫টি করে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব। ফলে লিগ টেবিলের অবস্থান আগামী দিনে কেমন হবে তা সময়ই বলবে।

গোলের পর রাফিনহা
Kapil Dev: 'অধিনায়কের খারাপ ফর্মে দলের সমস্যা হয়' - 'ছন্দহীন' রোহিতকে নিয়ে আর কী বললেন কপিল দেব?
গোলের পর রাফিনহা
Marcelo: বর্ণময় কেরিয়ারের ইতি, পেশাদার ফুটবল থেকে অবসর মার্সেলোর! কী লিখলেন রোনাল্ডো?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in