

সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে গলে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এক বিবৃতিতে জানিয়েছে, "গলে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়ান দলকে ম্যাচ কর্মকর্তাদের রেফারেল সম্পর্কে অবহিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি স্পষ্ট করতে কুহনেম্যানকে সর্বাত্মক সহায়তা করবে।"
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, "২০১৭ সালে অভিষেকের পর থেকে কুহনেম্যান ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছেন, যার মধ্যে পাঁচটি টেস্ট ও চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। এছাড়া ২০১৮ সাল থেকে তিনি ৫৫টি বিগ ব্যাশ লিগ (BBL) ম্যাচ খেলেছেন।"
তারা আরও জানায়, "আট বছরের পেশাদার কেরিয়ারে এই প্রথমবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হলো। বিষয়টি নিয়ে আইসিসি ও স্বাধীন নিরপেক্ষ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।"
আইসিসির নিয়ম অনুযায়ী, যদি পরীক্ষায় কুহনেম্যানের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়, তাহলে তিনি পুনরায় অনুমোদন না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে কুহনেম্যান ছিলেন অসাধারণ ছন্দে। ২৮ বছর বয়সী এই স্পিনার ১৭.১৮ গড়ে ১৬টি উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেট শিকারী হন। তবে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় এখন কেরিয়ার অনিশ্চয়তার মুখে রয়েছে।
বিশ্ব ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন আন্তর্জাতিক বোলারকে একই ধরনের অভিযোগের মুখে পড়তে হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুহনেম্যান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন