
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে ধাক্কা। প্যাট কামিন্স, হেজেলউডের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। জানা যাচ্ছে ব্যক্তিগত কারণেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন তারকা পেসার।
আইসিসির টুর্নামেন্টগুলিতে মিচেল স্টার্ক যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন তা সকলেই জানেন। কিন্তু তাঁকেই এবার পাবে না অজিরা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, "আমরা স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানাই। তাঁকে না পাওয়াটা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাক্কা। তবে অন্য কেউ এই টুর্নামেন্টে সুযোগ পাবেন। স্টার্ক সর্বদা অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন। অনেক বেদনা ও প্রতিকূলতার মধ্যেও ক্রিকেট খেলে গেছেন স্টার্ক। দেশকেই তিনি প্রথম প্রাধান্য দিয়েছেন"।
তিন পেসার না থাকার কারণে অস্ট্রেলিয়া দলে ৫টি পরিবর্তন হয়েছে। শন অ্যাবট, বেন দ্বারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানবীর সাঙ্ঘাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্টিভ স্মিথের নেতৃত্বে তাঁরা খেলবেন।
অস্ট্রেলিয়ান স্কোয়াড - স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানবীর সাঙ্ঘা, ম্যাথু শর্ট এবং অ্যাডাম জাম্পা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ 'বি'-তে। অস্ট্রেলিয়া ছাড়া এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন