Dinesh Lad: রোহিতের লাল বলের ক্রিকেট এখনই ছাড়া উচিত নয় - পিপলস রিপোর্টারকে আর কী বললেন তাঁর গুরু?

People's Reporter: রোহিত শর্মার কোচ দীনেশ লাড পিপলস রিপোর্টারকে জানান, 'এটা ওর অন্যতম সেরা ইনিংস। ১০০ করার পরে রিভার্স সুইপ মারলো। এছাড়া পুরো রানটা ক্রিকেটীয় শটে খেলল।'
দীনেশ লাড
দীনেশ লাডছবি - সংগৃহীত
Published on

সাম্প্রতিক সময়ে, একেবারেই ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা । বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর সংগ্রহে ছিল মাত্র ৩১ রান। এমনকি, ব্যর্থ হয়েছেন ঘরোয়া ক্রিকেটেও। শুধু তাই নয়, তাঁর অবসর নিয়েও কথাবার্তা শুরু হয়েছিল।

লাল বলের পাশাপাশি একদিনের ক্রিকেটে রোহিতের ক্যাপ্টেন্সি এবং দলে থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু এবার তিনি নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিলেন। কটকে রবিবার রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ড সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারত।

৩০৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে টিম ইন্ডিয়া। রোহিত ৯০ বলে করেন ১১৯। যা তাঁর ৩২তম ওয়ান ডে সেঞ্চুরি। এই সেঞ্চুরি রোহিত শর্মাকে নিয়ে ওঠা প্রশ্নে ঝাঁপ ফেলে দিল। রোহিত শর্মার কোচ দীনেশ লাড এই প্রসঙ্গে পিপলস রিপোর্টারকে জানান, 'ওর অন্যতম সেরা ইনিংস এটা। ১০০ করার পরে রিভার্স সুইপ মারলো। এছাড়া পুরো রানটা ক্রিকেটীয় শটে খেলল। কখনও চাপে পড়তে দেখিনি। মনে রাখতে হবে ও সর্বকালের সেরা ভারতীয় ওয়ান ডে ওপেনার।'

রোহিতের কেরিয়ার নিয়ে তাঁর কোচ বলেন, 'ও কিন্তু লাল বলে খারাপ করেনি। গত কয়েক মাস খারাপ গেছে। ও যদি ফিট থাকে লাল বলের ক্রিকেটে এখনও খেলুক। ২০২৭ সালের বিশ্বকাপের আগে ওর ক্রিকেট ছাড়া উচিত নয়। ও ভারতের ক্যাপ্টেন্সি করুক। ২০২৭ বিশ্বকাপ খেলে অবসর নিক।'

রোহিত ফর্ম ফিরে পেলেও বিরাট কোহলি ফের ব্যর্থ। কটকে করলেন মাত্র ৫ রান। এই নিয়ে দীনেশ বলেন, 'রোহিত ফর্ম ফিরে পেয়েছে, বিরাটও পাবে। এত বড়ো ক্রিকেটার। ভারতকে এরা অনেক ম্যাচ জিতিয়েছে। কোনো সমস্যা হবে না। বিরাট আর রোহিত ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ আরও টুর্নামেন্ট জেতাবে।'

দীনেশ লাড
BCCI: রঞ্জি ছাড়া আর কোনো ম্যাচ নয় IPL ভেন্যুগুলিতে! রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে নির্দেশ বোর্ডের
দীনেশ লাড
Rohit Sharma: কামব্যাকের রাতে একাধিক রেকর্ড রোহিতের, টপকালেন ক্রিস গেইলকেও!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in