IPL 2025: প্রকাশ্যে আইপিএল সূচি, নাইটদের ম্যাচ কবে কবে জেনে নিন!

People's Reporter: ২২ মার্চ কলকাতার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু করবে নাইটরা। ২৬ মার্চ গুয়াহাটিতে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

ঘোষণা হয়ে গেলো ২০২৫ আইপিএলের সূচি। ২২ মার্চ কলকাতার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু করবে নাইটরা। ২৬ মার্চ গুয়াহাটিতে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।

৩১ মার্চ কলকাতা খেলবে মুম্বইয়ের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে। ৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে ম্যাচ নাইটদের। ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ফের ইডেনে ম্যাচ। তবে এই ম্যাচ দুপুর ৩. ৩০ থেকে।

এরপর দুটি অ্যাওয়ে ম্যাচ, ১১ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে এবং ১৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে। ২১ এপ্রিল গুজরাট টাইটন্স দলের বিরুদ্ধে ইডেনে খেলা। ২৬ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধেও কলকাতায় ম্যাচ রয়েছে নাইটদের।

২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরই ইডেনে পর পর দুটি ম্যাচ। ৪ মে রাজস্থানের বিরুদ্ধে এবং ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে। অবশ্য নাইটরা শেষ দুটি ম্যাচ খেলবে বাইরে। ১০ মে হায়দরাবাদের বিরুদ্ধে হায়দরাবাদে আর ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ।

এছাড়া ২৩ মে ইডেনে কোয়ালিফায়ার ২ এবং ২৫ মে ইডেনে আইপিএল ফাইনাল। গতবার কলকাতা চ্যাম্পিয়ন হওয়ায় উদ্বোধনী ম্যাচ, কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে।

একনজরে আইপিএলে নাইটদের সূচি -

২২ মার্চ - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা, সন্ধ্যা ৭:৩০টা

২৬ মার্চ - রাজস্থান রয়্যালস। গুয়াহাটি, সন্ধ্যা ৭:৩০টা

৩১ মার্চ - মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই, সন্ধ্যা ৭:৩০টা

৩ এপ্রিল - সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা, সন্ধ্যা ৭:৩০টা

৬ এপ্রিল - লখনউ সুপার জায়ান্টস। কলকাতা,৩:৩০

১১ এপ্রিল - চেন্নাই সুপার কিংস। চেন্নাই, সন্ধ্যা ৭:৩০টা

১৫ এপ্রিল - পাঞ্জাব কিংস। মুল্লানপুর, সন্ধ্যা ৭:৩০টা

২১ এপ্রিল - গুজরাট টাইটান্স। কলকাতা, সন্ধ্যা ৭:৩০টা

২৬ এপ্রিল - পাঞ্জাব কিংস। কলকাতা, সন্ধ্যা ৭:৩০টা

২৯ এপ্রিল - দিল্লি ক্যাপিটালস। দিল্লি, সন্ধ্যা ৭:৩০টা

৪ মে - রাজস্থান রয়্যালস। কলকাতা, সন্ধ্যা ৭:৩০টা

৭ মে - চেন্নাই সুপার কিংস। কলকাতা, সন্ধ্যা ৭:৩০টা

১০ মে - সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ, সন্ধ্যা ৭:৩০টা

১৭ মে - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:৩০টা

প্রতীকী ছবি
Champions Trophy 25: দুবাইতে ৫ স্পিনার কী হবে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে প্রশ্ন অশ্বিনের!
প্রতীকী ছবি
BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কার্যকর বোর্ডের নয়া নির্দেশিকা, চাপে খোদ কোচ গৌতম গম্ভীর!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in