Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলের জাদুতে চমক দিতে পারেন যে ৫ বোলার! দেখুন একনজরে

People's Reporter: প্রত্যেক দলই তাদের সেরা অস্ত্র নিয়ে নামবে টুর্নামেন্টে। ভারতের যেমন ভরসা যোগাচ্ছেন শামি তেমনই পাকিস্তানের সমর্থকরা তাকিয়ে আছেন শাহিন শাহ আফ্রিদির দিকে।
শাহিন আফ্রিদি
শাহিন আফ্রিদিছবি - পাকিস্তান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বিশ্ব ক্রিকেটে সেরা পেসার ও স্পিনারদের মহারণ হয়ে উঠতে চলেছে। প্রত্যেক দলই তাদের সেরা অস্ত্র নিয়ে নামবে টুর্নামেন্টে। ভারতের যেমন ভরসা যোগাচ্ছেন শামি তেমনই পাকিস্তানের সমর্থকরা তাকিয়ে আছেন শাহিন শাহ আফ্রিদির দিকে। এছাড়া রাশিদ খানের মতো স্পিনারও নজরে থাকবেন সকলের।

মহম্মদ শামি (ভারত):

দীর্ঘ চোট কাটিয়ে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ শামির। ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী (৭ ম্যাচে ২৪ উইকেট, গড় ১০.৭০) ছিলেন তিনি। তবে ভারত বিশ্বকাপ জিততে পারেনি। এবারে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। দেশের হয়ে ১০৩ ম্যাচে ১৯৭ উইকেট নিয়েছেন শামি।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, "সে (শামি) গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের জন্য পারফর্ম করে আসছে। একদিনের বিশ্বকাপই বলে দেবে মহম্মদ শামি কেমন বোলিং করতে পারে"।

মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - সংগৃহীত

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া):

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর থাকবে অজি স্পিনার অ্যাডাম জাম্পার উপরে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন অ্যাডাম জাম্পা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনি ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।

৩২ বছর বয়সী এই লেগ-স্পিনারের ঝুলিতে রয়েছে ১০৮ ম্যাচে ১৮১ উইকেট (গড় ২৮.৫৬)। শেন ওয়ার্নের পর অজি স্পিন আক্রমণে তিনিই সবচেয়ে নির্ভরযোগ্য নাম।

অ্যাডাম জাম্পা
অ্যাডাম জাম্পাছবি - সংগৃহীত

শাহিন আফ্রিদি (পাকিস্তান):

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পাকিস্তান। আর শাহীন শাহ আফ্রিদি হচ্ছে পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা। যেকোনও মুহূর্তেই তিনি খেলার রঙ বদলে দিতে পারেন। দেশের হয়ে ৬২টি একদিনের ম্যাচে ১২৫টি উইকেট নিয়েছেন তিনি।

২০২৪ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে আফ্রিদি ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী। তাছাড়া, সাম্প্রতিক হোম ত্রিদেশীয় সিরিজেও (নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন।

শাহিন শাহ আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদিছবি - পাকিস্তান ক্রিকেটের ফেসবুক পেজ

কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিসো রাবাডার দিকেও নজরে থাকবে সকলের। প্রোটিয়াদের অন্যতম সফল বোলার তিনি। জসপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্সের অনুপস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অন্যতম সেরা পেসার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একদিনের ক্রিকেটে ১০৩ ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা।

কাগিসো রাবাডা
কাগিসো রাবাডাছবি - ট্যুইটার

রাশিদ খান (আফগানিস্তান):

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হলেন রাশিদ খান। তাঁর স্পিনের জাদু সকলেরই জানা। আফগানিস্তান এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে। ফলে বাড়তি চাপ থাকবে রাশিদের উপর।

ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পিচে খেলার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে রাশিদের। তার গুগলি ও লেগ-ব্রেক যে কোনো ব্যাটসম্যানকে বিপদে ফেলতে পারে। ২০২৩ বিশ্বকাপে তিনি ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ১১১ ম্যাচে ১৯৮টি উইকেট নিয়েছেন তিনি।

রাশিদ খান
রাশিদ খানছবি - এম আই কেপটাউনের ফেসবুক পেজ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ একাধিক তারকা ক্রিকেটারের জন্য নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। এই ৫ জন বোলার ছাড়াও অনেকেই রয়েছেন। যাঁরা নিজেদের একক দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

শাহিন আফ্রিদি
Champions Trophy 25: করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা! সমস্ত অভিযোগ 'ভিত্তিহীন', দাবি পাক বোর্ডের
শাহিন আফ্রিদি
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়তে পারেন এমন সেরা ৫ ব্যাটার! ভারতের কে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in