
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষ্যে পাকিস্তানের স্টেডিয়ামগুলিতে ভারতের পতাকা না রাখার অভিযোগ উঠেছে। ভারতীয় নেটিজেনদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভারতের পতাকা বাদ দিয়েছে পাকিস্তান। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ঘটনার সূত্রপাত করাচি ন্যাশনাল স্টেডিয়ামের একটি ভিডিওকে কেন্দ্র করে। ভাইরাল হওয়া ভিডিওটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা দেখা গেলেও সেখানে ভারতের পতাকা ছিল না। (ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তানের স্টেডিয়ামগুলোতে ভারতের পতাকা নেই? পাক ক্রিকেট বোর্ড সূত্রে খবর, "ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পাকিস্তানে ম্যাচ খেলবে না। তাই করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুধুমাত্র সেই দেশগুলোর পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে খেলতে আসবে।"
পিসিবি সূত্রে দাবি, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে বিজ্ঞাপনের ব্যানার লাগানো হয়েছে। সেখানে ভারতের অধিনায়কের ছবি, কোথাও বিরাট কোহলির ছবি লাগানো হয়েছে। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখাই উচিত।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগ ও দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই পাকিস্তানে খেলতে অস্বীকার করে। ফলে, আইসিসিকে একটি হাইব্রিড মডেল গ্রহণ করতে হয়েছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত। ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন