
জয়ে ফিরল ইস্টবেঙ্গল। আইএসএলে মিনি ডার্বি জয় লাল হলুদ ব্রিগেডের। রবিবার যুবভারতীতে মহামেডান স্পোর্টিংকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোল করেন নাওরেম মহেশ, সল ক্রেসপো এবং ডেভিড লালনসাঙ্গা। ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকায় ১১ নম্বরেই ইস্টবেঙ্গল।
২০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২১। সুপার সিক্সে ওঠা কার্যত অসম্ভব। যদিও ফুটবলে কখন কী হয় কেউ জানে না, তবে এক্ষেত্রে বিশেষ চমৎকার না হলে এবারের মতো আইএসএল-র যাত্রা শেষ হবে ইস্টবেঙ্গলের। তবে মহামেডানকে ৩-১ গোলে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্কার ব্রুজোনের ছেলেরা। ইস্টবেঙ্গল কোচ জানান, “মহামেডানের প্রশংসা করতেই হবে। ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ওরা যথেষ্ট ভালো খেলেছে। লড়াই করে ম্যাচটা জেতার চেষ্টা করেছে। আমার তরফ থেকে মহামেডানের প্রতি পূর্ণ সমর্থন রইল।"
তিনি আরও জানান, 'আমাদের রিজার্ভ বেঞ্চই ম্যাচের ফয়সালা করে দিয়েছে। সউল বেঞ্চ থেকে নেমে গোল করল, ডেভিডও তাই। গত কয়েক সপ্তাহে এটাই ছিল না আমাদের। প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছি, শেপ বজায় রাখতে পেরেছি, কৌশলগত শৃঙ্খলাও ছিল আমাদের খেলায়। আমাদের ছেলেদের প্রশংসা করতেই হবে। দারুন খেলেছে ওরা। আমরা এখনও আইএসএলে আশা ছাড়িনি। বাকি সব ম্যাচ জেতার টার্গেট থাকবে আমাদের।'
আইএসএলে এই প্রথম ডার্বি জিতল তারা। এই প্রসঙ্গে অস্কার বলেন, “ডার্বি বরাবরই গুরুত্বপূর্ণ। এটা শুধু দুটো দলের খেলা নয়, ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের আবেগ, ভালবাসাও এর সঙ্গে মিশে থাকে। তাই ম্যাচের পরে সমর্থকদের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল, তারা দলের ছেলেদের পারফরম্যান্সে খুশি। এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, গত সপ্তাহটা আমাদের খারাপ গিয়েছে”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন