
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি বাংলাদেশ এবং পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে পাকিস্তানকে নিয়ে ডুবলো বাংলাদেশ। অন্যদিকে ভারতের পাশাপাশি শেষ চার নিশ্চিত করেছে কিউইরা।
সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হত এই ম্যাচটি। সাথে শান্তদের জয়ের উপর নির্ভর করছিল পাকিস্তানের ভবিষ্যৎ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করে বাংলাদেশ। কিউইদের হয়ে ৪ উইকেট নেন মিচেল ব্রেসওয়েল। ২টি উইকেট নেন উইল এবং ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও কাইলি জেমিসন।
জবাবে ব্যাট করতে নেমে ০ রানেই ১ উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৫ রানে আউট হন কেন উইলিয়ামসন। এরপর ডেভন কনওয়ে এবং রাচীন রবীন্দ্র কিছুটা হাল ধরেন। ১০৫ বলে ১১২ রান করে আউট হন রাচীন। টম ল্যাথাম করেন ৭৬ বলে ৫৫। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন ১টি করে উইকেট পান।
এই জয়ের ফলে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই ২টি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান দুটি করে ম্যাচ হেরেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি একে অন্যের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান। ২ মার্চ গ্রুপ শীর্ষ থাকার লড়াইয়ে নামবে ভারত এবং নিউজিল্যান্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন