
চলতি মরসুমে একদমই চেনা ছন্দে ছিলেন না দিমিত্রি পেত্রাতস। তবে চ্যাম্পিয়ন প্লেয়াররা দলের দরকারেই জ্বলে ওঠে। সেটাই হলো রবিবার। ওড়িশা এফসির বিরুদ্ধে অতিরিক্ত সময় দিমির করা গোলেই জয় পেয়ে লিগ শিল্ড জিতলো মোহনবাগান। আর দলের তারকা প্লেয়ারের প্রশংসায় পঞ্চমুখ কোচ মোলিনা।
ওড়িশাকে হারিয়ে পর পর দু'বার আইএসএল লিগ শিল্ড জিতলো মোহনবাগান। ফুটবলার থেকে সমর্থক সকলেই উচ্ছ্বসিত। মোহনবাগান কোচ হোসে মোলিনা বলেন, 'দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।"
তিনি আরও বলেন, "আমাদের কোনও বাড়তি চাপ ছিল না। বরং সেরা মুহূর্ত ছিল। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জেতা। এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে? না জিততে পারলে আরও দুটো ম্যাচে সুযোগ ছিল। সে জন্যই কোনও চাপ ছিল না আমাদের। সমর্থকদের জন্য অবশ্যই এটা বিশেষ মুহূর্ত। সব সাফল্যই স্পেশ্যাল। এটা আলাদা করে না বললেও চলে। এই ক্লাবের মতো সমর্থক সত্যিই অনেক ক্লাবে নেই। ওদের জন্যই আমরা প্রেরণা পাই"।
অন্যদিকে দিমিত্রি বলেন, "যখন মাঠে নামি তখন সমর্থকদের কাছ থেকে শক্তি পাই। গোল করার কথা ভাবিনি। দলকে কীভাবে জেতাব, সেই কথাই ভাবছিলাম। বেশি ভাবিনি, শুধুই খেলেছি। কখন মাঠে নেমেছি, খেয়াল ছিল না। তবে এটা মাথায় ছিল যে, এক মিনিট পেলেও তা কাজে লাগাতে হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন