

জমজমাট কোপা দেল রে-র প্রথম সেমিফাইনালের প্রথম লেগ। অ্যাটলেটিকো বনাম বার্সেলোনার ম্যাচ শেষ হল ৪-৪ ব্যবধানে। রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব। বুধবার মধ্যরাতে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার মধ্যরাতে মুখোমুখি হয় বার্সা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরুর ১ মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ৬ মিনিটের মাথায় অ্যাটলেটিকোকে এগিয়ে দেন গ্রিজম্যান। প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক দেখায় অ্যাটলেটিকোকে। কিন্তু খেলায় ফেরে বার্সা।
১৯ মিনিটের মাথায় পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। ২১ মিনিটেই সমতা ফেরান কুবারসি। প্রথমার্ধের ৪১ মিনিটে মার্টিনেজের গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় বার্সা। প্রথম ৪৫ মিনিট এই ফলাফলই থাকে।
দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে খেলতে থাকে বার্সা। ৭৪ মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোল করেন রবার্ট লেভনডস্কি। ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হন তাঁরা। ৮৪ মিনিটে মার্কোস এবং ৯০+৩ মিনিটে আলেকজান্ডারের গোলে ড্র করে অ্যাটলেটিকো। দ্বিতীয় লেগ হবে ৩ এপ্রিল (ভারতীয় সময় অনুযায়ী)।
অন্যদিকে আজ মধ্যরাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ এবং রিয়াল মাদ্রিদ। ভারতীয় সময় রাত ২টো থেকে শুরু হবে ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন