Copa Del Rey: কোপা দেল রে-র সেমিতে এগিয়ে থেকেও ড্র বার্সার! মধ্যরাতে সোসিয়েদাদের সামনে রিয়াল মাদ্রিদ

People's Reporter: মঙ্গলবার মধ্যরাতে মুখোমুখি হয় বার্সা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরুর ১ মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় মাদ্রিদ।
বার্সেলোনা দল
বার্সেলোনা দলছবি - বার্সেলোনার ফেসবুক পেজ
Published on

জমজমাট কোপা দেল রে-র প্রথম সেমিফাইনালের প্রথম লেগ। অ্যাটলেটিকো বনাম বার্সেলোনার ম্যাচ শেষ হল ৪-৪ ব্যবধানে। রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব। বুধবার মধ্যরাতে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার মধ্যরাতে মুখোমুখি হয় বার্সা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরুর ১ মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ৬ মিনিটের মাথায় অ্যাটলেটিকোকে এগিয়ে দেন গ্রিজম্যান। প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক দেখায় অ্যাটলেটিকোকে। কিন্তু খেলায় ফেরে বার্সা।

১৯ মিনিটের মাথায় পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। ২১ মিনিটেই সমতা ফেরান কুবারসি। প্রথমার্ধের ৪১ মিনিটে মার্টিনেজের গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় বার্সা। প্রথম ৪৫ মিনিট এই ফলাফলই থাকে।

দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে খেলতে থাকে বার্সা। ৭৪ মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোল করেন রবার্ট লেভনডস্কি। ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হন তাঁরা। ৮৪ মিনিটে মার্কোস এবং ৯০+৩ মিনিটে আলেকজান্ডারের গোলে ড্র করে অ্যাটলেটিকো। দ্বিতীয় লেগ হবে ৩ এপ্রিল (ভারতীয় সময় অনুযায়ী)।

অন্যদিকে আজ মধ্যরাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ এবং রিয়াল মাদ্রিদ। ভারতীয় সময় রাত ২টো থেকে শুরু হবে ম্যাচ।

বার্সেলোনা দল
Champions Trophy 25: শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম, পাকিস্তানের ব্যর্থতায় ক্ষুব্ধ প্রাক্তন তারকারা
বার্সেলোনা দল
Champions Trophy 25: বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! 'ডু অর ডাই' ম্যাচের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাটলারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in