Champions Trophy 25: বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! 'ডু অর ডাই' ম্যাচের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাটলারের

People's Reporter: বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়েও হারতে হয়েছিল জস বাটলারদের।
জস বাটলার
জস বাটলারছবি - ইংল্যান্ড ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুবাইতে খেলা নিয়ে এবার প্রশ্ন তুললেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। যদিও সরাসরি ভারতকে নিয়ে তিনি কিছু বলেননি।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়েও হারতে হয়েছিল জস বাটলারদের। পাশাপাশি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে কিছুটা হলেও ক্ষুব্ধ বাটলার। বৃষ্টির কারণে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। যার জেরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩। যা আরও চাপ বাড়িয়েছে ইংল্যান্ডের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফিগানিস্তানকে হারাতেই হবে বাটলারদের।

সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, 'আজব টুর্নামেন্ট। কোনো দল পাকিস্তানে খেলছে আবার কেউ দুবাইতে খেলছে। তবে সে বিষয় নিয়ে বেশি ভাবতে চাইছি না। নজর শুধু আফিগানিস্তান ম্যাচের দিকে। এই ম্যাচ আমাদের জিততেই হবে। ম্যাচ ছাড়া আর কিছুই ভাবছি না'।

এর আগে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছিলেন প্যাট কামিন্স। যদিও সেই খবর ভুয়ো বলে দাবি করেন অজি তারকা। কামিন্স বলেন, 'আমি ভারতের বিরুদ্ধে কিছুই বলিনি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।' যে সংবাদমাধ্যম খবরটি করেছিল তারা খবরটি সরিয়ে নিয়েছে।

সোমবার এক অজি সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গিয়েছিল, দুবাইয়ে ভারতের খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন কামিন্স। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কামিন্স বলেছিলেন, প্রতিযোগিতা হচ্ছে এটাই বিশাল ব্যাপার। ভারত নিঃসন্দেহে বাড়তি সুবিধা পাচ্ছে। ভারত এমনিতেই শক্তিশালী দল। একটি ভেন্যুতে খেলতে হচ্ছে তাদের। ফলে সুবিধা পাবেই।

জস বাটলার
Champions Trophy 25: নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হার, পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশ
জস বাটলার
UCL: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে মাদ্রিদ ডার্বি! বার্সার সামনে বেনফিকা, একনজরে দেখুন সম্পূর্ণ সূচি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in