Copa Del Rey: এনড্রিকের গোলে জয় রিয়াল মাদ্রিদের, ঘরের মাঠে ১-০ ব্যবধানে হার সোসিয়েদাদ

People's Reporter: বুধবার মধ্যরাতে রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা।
এনড্রিক
এনড্রিকছবি - রিয়াল মাদ্রিদের এক্স মাধ্যম
Published on

কোপা দেল রে-র দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে সোসিয়েদাদের বিরুদ্ধে নামার আগে অ্যাডভান্টেজে এমবাপ্পেরা।

বুধবার মধ্যরাতে রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। দুই দলই প্রায় সমান সমান টক্কর দিতে থাকে। ম্যাচের ১৯ মিনিটে এনড্রিকের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর গোটা ম্যাচে আর গোল হয়নি। একাধিক সুযোগ নষ্ট করেন দুই দলের ফুটবলাররাই। ম্যাচ শেষে এনড্রিক বলেন, আমি গোল করতে ভালবাসি। দলকে সাহায্য করতে পারলে ভালোই লাগে।

এই জয়ের ফলের দ্বিতীয় লেগে অ্যাডভান্টেজে থাকবেন এমবাপ্পেরা। আগামী ২ এপ্রিল রাত একতায় (ভারতীয় সময়) ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

গোটা ম্যাচে ১১টি শট নিয়েছে সোসিয়েদাদ। ১৪টি নিয়েছে মাদ্রিদ। ৫২ শতাংশ বল দখলে ছিল সোসিয়েদাদের। ৪৮ শতাংশ ছিল রিয়াল মাদ্রিদের। ৯টি ফাউল করেছে মাদ্রিদ এবং ১৭টি ফাউল করেছে সোসিয়েদাদ।

এর আগে প্রথম সেমিফাইনালে বার্সা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়। বার্সার হয়ে গোল করেন পেদ্রি, কুবারসি, মার্টিনেজ এবং রবার্ট লেভনডস্কি। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করেন আলভারেজ, গ্রিজম্যান, মার্কোস এবং আলেকজান্ডার।

এনড্রিক
ISL 2024-25: জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, এখনও সুপার সিক্সের আশা দেখছেন লাল হলুদ কোচ
এনড্রিক
Champions Trophy: আফগানিস্তানের রুদ্ধশ্বাস জয়, ইংল্যান্ডের বিদায় - বিশ্বরেকর্ড ইব্রাহিমের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in