

কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি! সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই কলকাতায় পা রাখবেন ফুটবলের জাদুকর।
কলকাতার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত সম্প্রতি মেসির সঙ্গে দেখা করেছেন। মেসির হাতে বিশ্ববিখ্যাত দার্জিলিং-র চা ও দূর্গামূর্তি তুলে দেন। মেসির সঙ্গে ৪৫ মিনিটের আলোচনায় বাংলার ফুটবল সংস্কৃতি ও তা নিয়ে বাংলার আবেগ তুলে ধরেন তিনি।
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লিগ শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের জন্য মেসির সই করা জার্সিও নিয়ে আসছেন শতদ্রু। আগামী বছর জানুয়ারি মাসে কেরালাতে একটি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনা ফুটবল দলের। সেই সময়ই কলকাতায় আসতে পারেন এল এম টেন। যদিও তারিখ এখনও ঠিক হয়নি।
এর আগে ২০১১ সালে কলকাতার যুবভারতীতে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার প্রদর্শনী ম্যাচ খেলে যান মেসি। এবারে সব ঠিক থাকলে মেসিকে ফের দেখতে পারেন কলকাতাবাসী। শতদ্রু দত্ত এর আগে পেলে, দিয়েগো মারাদোনা, কাফু, রোনাল্ডনিহো, মার্টিনেজকে কলকাতায় এনেছেন। এবারে মেসিকে আনলে কার্যত ষোলোকলা পূর্ণ হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন