Lionel Messi: ফের কলকাতায় ফুটবলের 'রাজপুত্র'! কবে আসবেন লিওনেল মেসি?

People's Reporter: কলকাতার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত মেসির সঙ্গে দেখা করেন। মেসির সঙ্গে ৪৫ মিনিটের আলোচনায় বাংলার ফুটবল সংস্কৃতি ও তা নিয়ে বাংলার আবেগ তুলে ধরেন তিনি।
মেসির সাথে শতদ্রু দত্ত
মেসির সাথে শতদ্রু দত্তছবি - সংগৃহীত
Published on

কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি! সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই কলকাতায় পা রাখবেন ফুটবলের জাদুকর।

কলকাতার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত সম্প্রতি মেসির সঙ্গে দেখা করেছেন। মেসির হাতে বিশ্ববিখ্যাত দার্জিলিং-র চা ও দূর্গামূর্তি তুলে দেন। মেসির সঙ্গে ৪৫ মিনিটের আলোচনায় বাংলার ফুটবল সংস্কৃতি ও তা নিয়ে বাংলার আবেগ তুলে ধরেন তিনি।

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লিগ শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের জন্য মেসির সই করা জার্সিও নিয়ে আসছেন শতদ্রু। আগামী বছর জানুয়ারি মাসে কেরালাতে একটি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনা ফুটবল দলের। সেই সময়ই কলকাতায় আসতে পারেন এল এম টেন। যদিও তারিখ এখনও ঠিক হয়নি।

এর আগে ২০১১ সালে কলকাতার যুবভারতীতে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার প্রদর্শনী ম্যাচ খেলে যান মেসি। এবারে সব ঠিক থাকলে মেসিকে ফের দেখতে পারেন কলকাতাবাসী। শতদ্রু দত্ত এর আগে পেলে, দিয়েগো মারাদোনা, কাফু, রোনাল্ডনিহো, মার্টিনেজকে কলকাতায় এনেছেন। এবারে মেসিকে আনলে কার্যত ষোলোকলা পূর্ণ হবে।

মেসির সাথে শতদ্রু দত্ত
ISL 2024-25: আইএসএল নিয়ে বেশি চিন্তিত ইস্টবেঙ্গলের মেসি
মেসির সাথে শতদ্রু দত্ত
PAK Cricket: 'পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে' - রিজওয়ানদের ব্যর্থতায় ক্ষোভ জেলবন্দী ইমরান খানের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in