Rohit Sharma: রোহিত শর্মাকে 'মোটা' বলে অপমান কংগ্রেস নেত্রীর! নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

People's Reporter: কংগ্রেস নেত্রী এক্স মাধ্যমে লেখেন, 'একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো'।
শামা মহম্মদ
শামা মহম্মদছবি - শামা মহম্মদের ফেসবুক পেজ
Published on

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে ভারত। তার আগে রোহিত শর্মাকে নিয়ে পারদ চড়ছে ভারতীয় রাজনীতিতে। ভারত অধিনায়ককে কটাক্ষ করায় তীব্র সমালোচিত হচ্ছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ।

বিতর্কের সূত্রপাত গতকাল ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে। ১৭ বল খেলে ১৫ রানে আউট হন রোহিত শর্মা। তারপরই কংগ্রেস নেত্রী এক্স মাধ্যমে লেখেন, 'একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা'। এরপর তীব্র সমালোচনার মুখে নিজের ট্যুইটটি অবশ্য মুছে ফেলতে বাধ্য হন শামা।

কংগ্রেস নেত্রীর এই মন্তব্যকে যদিও সমর্থন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেন, "উনি (শামা মহম্মদ) ঠিকই বলেছেন। আর কত দিন রোহিত শর্মাকে ছেড়ে দেওয়া হবে? গত ২ বছরে মনে হয় ১টা মাত্র সেঞ্চুরি করেছেন। বেশিরভাগ সময় ২, ৫, ১০ এমন রান করে আউট হয়ে যান। ওনার না দলের জায়গা পাওয়া উচিত না অধিনায়কের দায়িত্ব পাওয়া উচিত। এনারা শুধু বিজ্ঞাপনে মডেল হন। খেলাতে মডেল হতে পারেন না"।

বিতর্কিত ট্যুইটের পরই কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। তাঁদের অধিকাংশের বক্তব্য, কংগ্রেস নেত্রী রোহিত শর্মাকে অপমান করেছেন। এক এক্স মাধ্যম ব্যবহারকারী লেখেন, 'রোহিত শর্মাকে নিয়ে মন্তব্য করার আগে নিজে দেশের জন্য কী করেছেন সেটা ভেবে দেখা উচিত। পরিসংখ্যান না দেখে মন্তব্য করতে আসবেন না।'

শামা মহম্মদের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, 'ভারতের বিরোধিতা করতে করতে, ভারতীয় সেনার বিরোধিতা করতে করতে এখন তারা বলছে ভারতীয় দলের বিরুদ্ধে আমরা। ভারত অধিনায়কের বিরুদ্ধে এমন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এইভাবে বলা উচিত নয়। রাহুল গান্ধীর নেতৃত্বে যাঁরা ৯০টি নির্বাচন হারেন তাঁদের মুখে বড় বড় কথা মানায় না। এই ধরণের মন্তব্য থেকেই বোঝা যায় যে এটা 'মহব্বত কি দুকান' নয়, এটা 'নফরত কি ভাইজান'।'

শামা মহম্মদ
ISL 2024-25: পথে নামবো এবার - আইএসএল থেকে ছিটকে যেতেই হুঁশিয়ারি ইস্টবেঙ্গল কর্তার!
শামা মহম্মদ
Champions Trophy 25: ICC টুর্নামেন্টে সর্বাধিক সেমিফাইনালে ওঠা দল ভারত! দ্বিতীয় কে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in