
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। পহেলগাঁও হামলার পর এই প্রত্যাঘাতে খুশি ভারতের ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর থেকে শুরু করে শিখর ধাওয়ান সকলেই ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন।
শচীন তেন্ডুলকর এক্স মাধ্যমে লিখেছেন, "ঐক্যের মধ্যেই আছে সাহসিকতা। শক্তিতে সীমাহীন। ভারতের ঢাল তার জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আমরা এক দল! জয় হিন্দ!"
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, "যদি আপনার দিকে কেউ পাথর ছোঁড়েন তাহলে আপনি ফুল ছুঁড়ুন। কিন্তু টব সহ ছুঁড়ে মারুন। জয় হিন্দ।"
শিখর ধাওয়ান লেখেন, "ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।" ইরফান পাঠান ও সাইনা নেহওয়াল এক্স মাধ্যমে লেখেন, "জয় হিন্দ।"
অলিম্পিক্স পদকজয়ী বিজেন্দ্র সিং লেখেন, "ভারত মাতা কি জয়।" কুস্তিগীর যোগেশ্বর দত্তের মন্তব্য, "সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতা!! জয় হিন্দ - জয় জওয়ান।"
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গী হানায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ১৪ দিন পর বুধবার মধ্যরাতে এই আঘাত হানা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। ৭ মে রাত ১.৫১ মিনিটে ভারতীয় সেনার এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ (Justice is Served)। এই আঘাতের নাম দেওয়া হয়েছে ‘অপারেশান সিঁদুর’।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন