'সন্ত্রাসবাদের কোনও স্থান নেই' - শচীন থেকে শেহওয়াগ - 'অপারেশন সিঁদুরে'র প্রশংসায় ক্রীড়া জগত

People's Reporter: শচীন তেন্ডুলকর এক্স মাধ্যমে লিখেছেন, ঐক্যের মধ্যেই আছে সাহসিকতা। শক্তিতে সীমাহীন। ভারতের ঢাল তার জনগণ।
শচীন তেন্ডুলকর
শচীন তেন্ডুলকরছবি - শচীন তেন্ডুলকরের ফেসবুক ওয়াল
Published on

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। পহেলগাঁও হামলার পর এই প্রত্যাঘাতে খুশি ভারতের ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর থেকে শুরু করে শিখর ধাওয়ান সকলেই ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন।

শচীন তেন্ডুলকর এক্স মাধ্যমে লিখেছেন, "ঐক্যের মধ্যেই আছে সাহসিকতা। শক্তিতে সীমাহীন। ভারতের ঢাল তার জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আমরা এক দল! জয় হিন্দ!"

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, "যদি আপনার দিকে কেউ পাথর ছোঁড়েন তাহলে আপনি ফুল ছুঁড়ুন। কিন্তু টব সহ ছুঁড়ে মারুন। জয় হিন্দ।"

শিখর ধাওয়ান লেখেন, "ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।" ইরফান পাঠান ও সাইনা নেহওয়াল এক্স মাধ্যমে লেখেন, "জয় হিন্দ।"

অলিম্পিক্স পদকজয়ী বিজেন্দ্র সিং লেখেন, "ভারত মাতা কি জয়।" কুস্তিগীর যোগেশ্বর দত্তের মন্তব্য, "সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতা!! জয় হিন্দ - জয় জওয়ান।"

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গী হানায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ১৪ দিন পর বুধবার মধ্যরাতে এই আঘাত হানা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। ৭ মে রাত ১.৫১ মিনিটে ভারতীয় সেনার এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ (Justice is Served)। এই আঘাতের নাম দেওয়া হয়েছে ‘অপারেশান সিঁদুর’।

শচীন তেন্ডুলকর
UEFA Champions League: দ্বিতীয় লেগে ৪-৩ গোলে হার, UCL থেকে ছিটকে গিয়ে বার্সার নজর এখন লা লিগা
শচীন তেন্ডুলকর
IPL 2025: প্লে-অফের দৌড়ে আরসিবি ফেভারিট, টিকে থাকার লড়াইয়ে আরও ৭ দল!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in