UEFA Champions League: দ্বিতীয় লেগে ৪-৩ গোলে হার, UCL থেকে ছিটকে গিয়ে বার্সার নজর এখন লা লিগা

People's Reporter: ২০১৫ সালের পর প্রথমবারের মতো ইউসিএল ফাইনালে পৌঁছানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু স্বপ্নপূরণ হল না।
বল দখলের লড়াইয়ে ইয়ামাল
বল দখলের লড়াইয়ে ইয়ামালছবি - এফসি বার্সেলোনার ফেসবুক পেজ
Published on

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা। অতীত ভুলে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

সান সিরোতে নাটকীয় রাতের সাক্ষী থাকলো গোটা ফুটবল বিশ্ব। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র-এর পর মঙ্গলবার মধ্যরাতে দ্বিতীয় লেগে নেমেছিল বার্সেলোনা এবং ইন্টার মিলান। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে বার্সেলোনা। ৩ গোল দিয়ে লিড নেন ইয়ামালরা। কিন্তু ম্যাচের ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে ফ্রান্সিসকো আচার্বির গোলে সমতা ফেরায় ইন্টার। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটের মাথায় ফ্রাত্তাসির গোলে জয় ছিনিয়ে নেয় ইন্টার।

২০১৫ সালের পর প্রথমবারের মতো ইউসিএল ফাইনালে পৌঁছানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু স্বপ্নপূরণ হল না।

ম্যাচের পর ইয়ামাল লেখেন, “আমরা আমাদের সেরাটা দিয়েছি — এই বছরটা আমাদের ছিল না, কিন্তু আমরা আবার ফিরব, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার প্রতিশ্রুতি রাখব, আমরা থামব না যতক্ষণ না এটি জিতি”।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে বার্সেলোনা এখন মনোযোগ দিচ্ছে লা লিগার দিকে। যেখানে তারা এখনও শীর্ষে রয়েছে। সামনে রয়েছে মর্যাদাপূর্ণ এল ক্লাসিকো। মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের, যারা চার পয়েন্টে পিছিয়ে আছে বার্সার থেকে।

ইয়ামাল জানান, “রবিবার আমাদের সামনে আরেকটি ফাইনাল। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। ভিস্কা এল বার্সা!”

অন্যদিকে, বুধবার মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্য সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আর্সেনাল এবং পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্সের ক্লাবটি।

বল দখলের লড়াইয়ে ইয়ামাল
IPL 2025: প্লে-অফের দৌড়ে আরসিবি ফেভারিট, টিকে থাকার লড়াইয়ে আরও ৭ দল!
বল দখলের লড়াইয়ে ইয়ামাল
Sunil Gavaskar: গাভাসকরকে 'নির্বোধ' কটাক্ষ! পহেলগাঁও হামলা নিয়ে দ্বন্দ্বে ভারত-পাক ক্রিকেটাররা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in