
পহেলগাঁও হামলার পর সুনীল গাভাসকরের মন্তব্য নিয়ে জোর চর্চা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট মহলে। প্রাক্তন পাক ক্রিকেটারদের কেউ কেউ গাভাসকরকে 'নির্বোধ' বলেও কটাক্ষ করেছেন।
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরেছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। বিসিসিআই দুই দেশের মধ্যে আপাতত কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
সুনীল গাভাস্কার বলেছিলেন, “যদি পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরিচালিত হয় এবং এই প্রেক্ষাপটে যদি নিরাপত্তা নিয়ে যথাযথ বার্তা না দেওয়া হয়, তবে ভারত এমন একটি টুর্নামেন্টে অংশ নাও নিতে পারে, যেখানে পাকিস্তান অংশগ্রহণ করছে।”
তবে গাভাস্কারের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পাক তারকারা। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে সানি ভাই এমন মন্তব্য করতে পারেন। তিনি সবসময় রাজনীতির বাইরে থেকে কথা বলেছেন। এমন মন্তব্য শুধু পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।”
পাকিস্তানের প্রাক্তন মিডল-অর্ডার ব্যাটসম্যান বাসিত আলিও গাভাস্কারের বক্তব্যকে "বোকামি" হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখা উচিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো উপর দোষ চাপানো ঠিক নয়।”
একই সুরেই সুর মেলান প্রাক্তন স্পিনার ইকবাল কাসিম ও মুশতাক আহমেদ। কাসিম বলেন, “সানিজি দুই দেশেই একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি ক্রিকেটের একজন প্রতীক। তাঁর মন্তব্য রাজনীতির প্রভাবে হয়েছে বলেই মনে হচ্ছে।”
অন্যদিকে মুস্তাক বলেন, “রাগের মাথায় এমন কিছু বলা উচিত নয় যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি যতই খারাপ হোক, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে।”
পাকিস্তানের বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, “আমরা একাধিকবার প্রমাণ করেছি, খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয় রাজনৈতিক কারণে। ২৬/১১-র পরেও ক্রিকেট হয়েছে। আমাদের উচিত শান্তিপূর্ণ বার্তা ছড়ানো।”
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও এই ইস্যুতে সরব হয়েছেন। তিনি বলেছেন, “এটা সময় যে বিসিসিআইকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ রাখা উচিত, এমনকি আইসিসি টুর্নামেন্টেও ওদের বিরুদ্ধে না খেলার কথা ভাবা উচিত।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন