
চোটের কারণে আইপিএল-র বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের রবিচন্দ্রন স্মরণ। তাঁর পরিবর্তে রঞ্জি ট্রফিতে রেকর্ড গড়া হর্ষ দুবেকে দলে নিল হায়দরাবাদ।
অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসেবে হায়দরাবাদে যোগ দিয়েছিলেন কর্ণাটকের রবিচন্দ্রন স্মরণ। এবার তিনিও চোটের কারণে ছিটকে গেলেন। সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর বাকি ম্যাচের জন্য স্মরণ রবিচন্দ্রনের ইনজুরির বদলি হিসেবে হর্ষ দুবেকে চুক্তিবদ্ধ করেছে। তিনি ৩০ লক্ষ টাকায় এসআরএইচে যোগ দেবেন।
হায়দরাবাদ আরও জানায়, "দুবে হলেন একজন অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন। ১৬টি টি-টোয়েন্টি, ২০টি লিস্ট এ এবং ১৮টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলে ১২৭টি উইকেট নিয়েছেন এবং ৯৪১ রান করেছেন।"
হর্ষ দুবে ২০২৪-২৫ রঞ্জি মরসুমে বিদর্ভের হয়ে ৬৯টি উইকেট নিয়েছিলেন। যা এক মরসুমে সর্বাধিক। ২০১৮-১৯ মরসুমে আশুতোষ আমানের ৬৮টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙেছিলেন তিনি।
হয়দরাবাদ এখনও পর্যন্ত দশটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে এবং পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে। তাদের বর্তমান নেট রান-রেট -১.১৯২। যা দশটি দলের মধ্যে সবচেয়ে খারাপ। এমনকি দশম স্থানে থাকা চেন্নাইয়ের থেকেও খারাপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন