IPL 2025: ইডেনে ফিরলো রাসেল ঝড়, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা

People's Reporter: প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে কেকেআর। জবাবে ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে রাজস্থান রয়্যালস।
আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেলছবি - কে কে আরের ফেসবুক পেজ
Published on

রবিবার ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের অঙ্ক এখনও কঠিন হলেও আশাবাদী নাইট শিবির। পাশাপাশি রাসেলের রানে ফেরা স্বস্তি দিচ্ছে কলকাতাকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে কেকেআর। জবাবে ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১১ পয়েন্ট কেকেআরের। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এল কলকাতা।

রবিবার ম্যাচ জেতার জন্য শেষ ওভারে ২২ রান দরকার ছিল রাজস্থানের। মাত্র ১ রানে হারতে হয় রাজস্থানকে। এদিন দেখা গেলো আন্দ্রে রাসেল ঝড়। ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কার সৌজন্যে ৫৭ রানে নটআউট ছিলেন তিনি। ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং-ও।

দলকে জিতিয়ে রাসেল বলেন, 'এই ম্যাচের গুরুত্ব আমরা সকলেই জানি। চারটে ফাইনাল খেলতে নেমেছি আমরা। বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জেতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভাল খেলেছে।'

সাংবাদিক সম্মেলনে নাইট স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, 'রাসেলের বয়স কোনো ফ্যাক্টর নয়। আমি রাসেলের সঙ্গে কথা বলেছি। ও আইপিএলের আরও দুটো তিনটে মরসুমে খেলতে চায়। বয়স কোনও ফ্যাক্টর নয়। ও এখনও ফিট আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেটাই যথেষ্ট।'

আন্দ্রে রাসেল
IPL 2025: ১৪ বছরেই ইতিহাস! পিতার আত্মত্যাগ আর ছেলের আগুনে ব্যাটিংয়ে নতুন অধ্যায়ের সূচনা
আন্দ্রে রাসেল
IPL 2025: 'অফ ফর্মে থাকা ক্রিকেটারদের পাশে আছে দল' - নাইট অধিনায়ক রাহানে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in