

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ২৭ কোটি টাকায় কেনা ঋষভ পন্থকে ঘিরে উচ্ছ্বাস ছিল আকাশছোঁয়া। সকলেই ভেবেছিলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুরন্ত ছন্দে দেখা যাবে পন্থকে। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি ধরা পড়ছে। মরসুম যত এগিয়েছে, ততই স্পষ্ট হয়েছে — বড় মূল্যে কেনা মানেই বিরাট পারফরম্যান্স নয়। রানের খরা কাটাতে পন্থকে বিশেষ পররামর্শ দিলেন অম্বতি রায়ডু।
এই মরসুমে এখনও পর্যন্ত পন্থ গড় ১২ রানে ব্যাটিং করেছেন। বিভিন্ন ম্যাচে তাঁকে ৩ থেকে ৭ নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডারে ব্যবহার করা হলেও কোনও স্থানেই তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি। রবিবারও একই দৃশ্য দেখা গেল। ফের ব্যর্থ হলেন পন্থ।
রবিবার পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ২৩৬ রান তোলে। লখনউ সুপার জায়ান্টস ব্যাট করতে নেমে দলের শীর্ষ ৩ ব্যাটারকে হারায়। তখনই সকলে আশা করেছিলেন পন্থ ম্যাজিক দেখা যাবে। কিন্তু তা হয়নি। তাঁর আউট হওয়ার ধরন আরও একবার হতাশ করেছে সমর্থকদের।
এই পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বতি রায়ডু। ইএসপিএনক্রিকইনফোর ‘টাইম আউট’ শো-তে রায়ডু বলেন, “এই মুহূর্তে আমি তাঁর জন্য দুঃখিত, কারণ সে নিজের ব্যাটিং পজিশন বা পদ্ধতিতে কোনও পরিবর্তন আনছে না। সে কীভাবে এগোতে চায়, এই বিষয়ে সে একগুঁয়ে। এই একগুঁয়েমিই এখন তাঁর পতনের কারণ।”
রায়ডুর মতে, মিডল অর্ডারে সফল হতে গেলে যেমন মানসিক স্থিরতা, পরিকল্পনা ও অনুধাবনের প্রয়োজন, তা পন্থের মধ্যে অনুপস্থিত। তাঁর কথায়, “পন্থ মিডল অর্ডারে খেলতে চায়, কিন্তু তাঁর ব্যাটিং স্টাইল ও মানসিকতা সেই অবস্থানের জন্য যথেষ্ট নয়। ওপেনিংই তাঁর জন্য ঠিক। যেখানে সে নিজের খেলা খেলতে পারে।”
তিনি আরও যোগ করেন, “এই মুহূর্তে ঋষভ পন্থ আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে খেলা ও পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।”
উল্লেখ্য, আইপিএল-এর মঞ্চ শুধুই প্রতিভা নয়, চাপ সামলানোরও জায়গা। ঋষভ পন্থের সামনে এখন দুটি রাস্তা — হয় নিজের ভুলগুলো চিহ্নিত করে নতুন করে ফিরে আসা অথবা নিজের একগুঁয়ে ধাঁচেই খেলেই সমালোচকদের যোগ্য জবাব দেওয়া। যে প্লেয়ার একসময় ধোনির উত্তরসূরি বলে বিবেচিত হতেন, তাঁর এমন ফর্ম নিয়ে চিন্তিত সমর্থকরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন