

ম্যাচ শেষে রিঙ্কু সিং-কে মারা কুলদীপ যাদবের চড় নিয়ে অবশেষে মুখ মুখলো কলকাতা নাইট রাইডার্স। একটি ভিডিওর মাধ্যমে তারা স্পষ্টভাবে জানিয়েছেন সমাজমাধ্যমে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। কোনও দ্বন্দ্বই নেই তাঁদের (রিঙ্কু এবং কুলদীপ) মধ্যে।
মঙ্গলবার অর্থাৎ গতকাল দিল্লিকে ১৪ রানে পরাজিত করে কলকাতা। আর ম্যাচ শেষে দেখা যায় কলকাতার রিঙ্কু সিং-কে আচমকাই চড় মারেন দিল্লির কুলদীপ যাদব। কিছুটা অবাক হয়ে যান রিঙ্কু। সেই মুহূর্তের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যমে। অনেকে বলেন, কুলদীপের কাজটা একদম উচিত হয়নি। এইভাবে একজন প্লেয়ারকে চড় মারতে পারেন না তিনি।
ওই বিতর্কিত বিষয় নিয়েই একটি ভিডিও শেয়ার করেছে কেকেআর। যে ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব আঙুলের ইশারায় ভালোবাসার চিহ্ন দেখানোর চেষ্টা করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, "সংবাদমাধ্যমে খবর বনাম বন্ধুত্বের মধ্যে আসলে সত্য। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে অটুট বন্ধুত্ব রয়েছে।" ভিডিওতে রিঙ্কু এবং কুলদীপের একাধিক ছবিও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলছিলেন। সেখানে হাসতে হাসতে উপস্থিত হন রিঙ্কু সিং। তখনই কুলদীপ যাদবও হাসতে হাসতে তাঁকে চড় মারেন। রিঙ্কু কার্যত একটু অবাক হয়ে যান। কিন্তু কুলদীপকে দেখে মনে হয়েছে তিনিও মজা করছিলেন। এরপরই বিতর্ক শুরু হয়। যদিও কলকাতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও বিতর্ক নেই বলেন জানিয়ে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কুলদীপ যাদব এবং রিঙ্কু সিং দু'জনেই উত্তরপ্রদেশের ছেলে। দু'জনেই উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। এমনকি কলকাতা নাইট রাইডার্সেও একসাথে খেলেছেন তাঁরা। বহুদিন ধরেই তাঁরা একে অন্যের ভাল বন্ধু।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন