
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঐতিহাসিক ইনিংস খেললেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএল-র ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে শতরান করলেন তিনি। পাশাপাশি ভারতীয় হিসেবে ভাঙলেন ইউসুফ পাঠানের রেকর্ডও।
সোমবারের ম্যাচে সূর্যবংশী গুজরাটের বোলিং আক্রমণের উপর রীতিমতো ঝড় তোলেন। ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। ৩৮ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১১টি ছক্কা এবং ৭টি চার।
বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৩৫ বলে ১০০ রান করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়লেন। ৩০ বলে সেঞ্চুরি করে এখনও শীর্ষে আছেন ক্রিস গেইল।
ম্যাচ শেষে "ম্যান অফ দ্য ম্যাচ" সূর্যবংশী জানান, "এটি একটি অসাধারণ অনুভূতি। আইপিএলে এটি আমার প্রথম শতরান এবং এটি আমার মাত্র তৃতীয় ইনিংস। অনুশীলনের পরিশ্রমের ফল আজ দেখা গেল। আমি শুধু বল দেখি আর খেলি। কোনও ভয় ছাড়াই মাঠে নেমেছিলাম।"
বৈভব সূর্যবংশীর এই সেঞ্চুরি আইপিএলে একজন ভারতীয় ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। তিনি ইউসুফ পাঠানের ২০১০ সালের ৩৭ বলের রেকর্ড ভেঙেছেন। পাঠান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "একজন ভারতীয় হিসেবে দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ড ভাঙার জন্য বৈভব সূর্যবংশীকে অভিনন্দন।"
মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে চুক্তিবদ্ধ হয়ে খবরের শিরোনামে আসেন বৈভব। অভিষেক ম্যাচে প্রথম বলেই ছক্কা মেরে নজর কাড়েন তিনি। এর আগে মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে লাল বলের ক্রিকেটে অংশ নিয়েছিলেন এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। নিজের রাজ্য বিহারে স্থানীয় টুর্নামেন্টেও তাঁর একটি ট্রিপল সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে।
উল্লেখ্য, গতকাল বৈভবের সাথে অনবদ্য খেলেন যশস্বী জয়সওয়ালও। মাত্র ১৫.৫ ওভারেই ২১২ রান করে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস আইপিএল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন