
AIFF-র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। পাশাপাশি সেরা গোলরক্ষক হলেন বিশাল কাইথ। এছাড়া পুরুষ ও মহিলা বিভাগে সেরা কোচের সম্মান পেলেন যথাক্রমে খালিদ জামিল এবং সুজাতা কর।
ক্লাব কম্পিটিশন, ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্তরে সবচেয়ে বেশি সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতায় সংগঠনের জন্য পুরস্কৃত হল আইএফএ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত।
বর্ষসেরা ফুটবলার (পুরুষ) - শুভাশিস বসু। এই মরসুমে ক্লাব ফুটবলে অধিনায়ক হিসেবে সেরা বছর তাঁর। মোহনবাগানের জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে দ্বি-মুকুট জিতেছেন। শুধু তাই নয়, মোহনবাগানের এই ডিফেন্ডার আইএসএলে ৬টি গোল ও ১টি অ্যাসিস্টও করেছেন।
বর্ষসেরা ফুটবলার (মহিলা) - সৌম্যা গুগুলথ। এই বছরেই ক্লাব ফুটবলে দল পরিবর্তন করেছেন। গোকুলাম কেরালা থেকে ইস্টবেঙ্গলে এসেছেন সৌম্যা। লাল-হলুদের হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছেন। লিগের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। ৯টি গোল করেছেন সৌম্যা।
বর্ষসেরা গোলকিপার (পুরুষ) - বিশাল কাইথ। এই পুরস্কারটি যেন প্রত্যাশিতই ছিল। মোহনবাগানের হয়ে দুর্দান্ত মরসুম গিয়েছে বিশালের। আইএসএলেও সেরা গোলকিপার হয়েছেন তিনি। ১৫টি ক্লিন শিট রেখেছেন। জিতেছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার।
বর্ষসেরা গোলকিপার (মহিলা) - পান্থোই চানু। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন এই মরসুমে। ইন্ডিয়ান উইমেন্স লিগের সেরা গোলকিপার হয়েছেন তিনি। ১৪ ম্যাচে ৭টি ক্লিনশিট রেখেছেন।
বর্ষসেরা উঠতি প্রতিভা (পুরুষ) - ব্রাইসন ফার্নান্ডেজ। এফসি গোয়ার এই উঠতি প্রতিভা অসাধারণ খেলেছেন চলতি মরসুমে। আইএসএলে ৭টি গোল ও ২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর।
বর্ষসেরা উঠতি প্রতিভা (মহিলা) - থোবিসানা চানু। শ্রীভূমি এফসির হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন তিনি। মাত্র ১৮ বছর বয়স চানুর।
বর্ষসেরা কোচ (পুরুষ) - খালিদ জামিল। আইএসএলের এক মাত্র সফল ভারতীয় কোচ। জামশেদপুর এফসিকে নিয়ে খুব ভালো কাজ করেছেন এই বছর। দলকে আইএসএল সেমিফাইনালে তুলেছেন। সুপার কাপের ফাইনালেও উঠেছে তাঁর দল। সামনেই এফসি টুর্নামেন্ট খেলার হাতছানি।
বর্ষসেরা কোচ (মহিলা) - সুজাতা কর। শ্রীভূমি এফসিকে নিয়ে ভালো ফল করছেন এই বছর। প্রথম ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলে ৩ নম্বর স্থানে শেষ করেছে তাঁর দল।
বর্ষসেরা ভারতীয় রেফারি ও সহকারী রেফারি (পুরুষ) - ভেঙ্কটেশ আর এবং ভাইরামুথু পি। বর্ষসেরা ভারতীয় রেফারি ও সহকারী রেফারি (মহিলা) - রঞ্জিতা দেবী ও রিহোলাং ধর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন