UCL: 'বিশেষ কিছু করতে হবে' - চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে পিএসজির কাছে হেরে হতাশ আর্সেনাল কোচ!

People's Reporter: ম্যাচের ৪ মিনিটের মাথায় ডেম্বেলের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাব পিএসজি। সেটাই ছিল ম্যাচের প্রথম এবং শেষ গোল। একাধিক চেষ্টা করেও আর কোনও গোল হয়নি।
আর্সেনাল কোচ মাইকেল আর্তেটা
আর্সেনাল কোচ মাইকেল আর্তেটাছবি - আর্সেনালের ফেসবুক পেজ
Published on

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ১-০ ব্যবধানে পরাস্ত হল ইংলিশ ক্লাব আর্সেনাল। দলের হারে রীতিমতো হতাশ আর্সেনাল কোচ মাইকেল আর্তেটা

ম্যাচের ৪ মিনিটের মাথায় ডেম্বেলের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাব পিএসজি। সেটাই ছিল ম্যাচের প্রথম এবং শেষ গোল। একাধিক চেষ্টা করেও আর কোনও গোল হয়নি।

ম্যাচের প্রথম ১৫ মিনিট একদমই ছন্দে পাওয়া যায়নি আর্সেনালকে। যার সুযোগ কাজে লাগায় পিএসজি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে আর্সেনাল। তবে পিএসজির গোলরক্ষক ডোনারুমার অসাধারণ সেভ বাঁচিয়ে দেয় ক্লাবটিকে।

ম্যাচের ফলাফল নিয়ে রীতিমতো হতাশ আর্সেনাল কোচ মাইকেল আর্তেটা। তিনি বলেন, "ফলাফলে আমরা হতাশ। আমরা খেলায় অনেক কিছু করেছি। প্রথম ১০-১৫ মিনিটে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। সমস্যা হচ্ছিল। আমরা বল দখল করতে গিয়ে ভুল করেছি। কিন্তু তারপর আমাদের দল আরও ভালো থেকে আরও ভালো হচ্ছিল। অন্তত ড্র না হওয়াটা হতাশাজনক।"

তিনি আরও বলেন, "এটা সবে হাফটাইম। রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে ৩-০ গোলে হারানোর পরেও ছেলেদের এই কথাই বলেছিলাম। এখনও তাই বলছি। আমাদের প্যারিসে যেতে হবে এবং ম্যাচ জিততে হবে। আমরা এটা করতে সক্ষম। অবশ্যই দুটো দলই খুব ভালো খেলেছে। আমি শতাংশ জানি না, তবে ফাইনালে ওঠার আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আমাদের বিশেষ কিছু করতে হবে। ব্যবধানটা কম হওয়ায় কাজটা করা সুবিধা হবে।" দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী ৭ মে।

আর্সেনাল কোচ মাইকেল আর্তেটা
IPL 2025: ১৪ বছরেই ইতিহাস! পিতার আত্মত্যাগ আর ছেলের আগুনে ব্যাটিংয়ে নতুন অধ্যায়ের সূচনা
আর্সেনাল কোচ মাইকেল আর্তেটা
IPL 2025: 'আমাদের ছেলে আপনার বিনোদনের বিষয় নয়' - অঙ্গদের ভিডিও ভাইরাল হতেই গর্জে উঠলেন বুমরাহ-পত্নী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in