জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ

IND vs ENG: ইংল্যান্ড সফরে রোহিতের ডেপুটি হচ্ছেন না বুমরাহ! বোর্ডের নজরে নতুন মুখ

People's Reporter: বর্ডার গাভাসকর ট্রফিতে দলের সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচও জিতিয়েছিলেন।
Published on

ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে বাদ পড়তে পারেন জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে কোনো তরুণ মুখকে তুলে আনতে চাইছেন নির্বাচকরা। মূলত বুমরাহ-র চোটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

বর্ডার গাভাসকর ট্রফিতে দলের সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচও জিতিয়েছিলেন। এবার ইংল্যান্ড সফরে তাঁকে সেই দায়িত্ব দেওয়া হবে না বলেই সূত্রের খবর। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের কর্তারা বুমরাহর পরিবর্তে শুবমন গিল বা ঋষভ পন্থকে সহ অধিনায়ক হিসেবে বেছে নিতে চাইছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং সাম্প্রতিক সময়ে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বুমরাহকে এবার টানা পাঁচটি ম্যাচে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ।

বিসিসিআই-এর এক নির্বাচক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, “আমরা এমন একজন খেলোয়াড় খুঁজছি যিনি পাঁচটি টেস্ট ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন এবং ধারাবাহিকভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন। বুমরাহ সম্ভবত পুরো সিরিজ খেলবেন না। আমরা প্রতিটি ম্যাচে আলাদা আলাদা ডেপুটি নিযুক্ত করতে চাই না। অধিনায়ক ও সহ-অধিনায়কের ভূমিকা সিরিজজুড়ে স্থিতিশীল হওয়া জরুরি।”

এই মন্তব্য থেকেই বোঝা যায়, নির্বাচকমণ্ডলী এবার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে চলেছেন। তাঁরা এমন একজন তরুণ খেলোয়াড়ের দিকে নজর দিচ্ছেন, যিনি ভবিষ্যতে ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিতে পারেন।

বর্তমান ভারতীয় দলের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন দুই তরুণ ব্যাটার — শুবমন গিল (২৫) এবং ঋষভ পন্থ (২৭)। গিল ইতিমধ্যে সহ অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তাঁর নাম শোনা যায়।

তবে অন্য অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে যেমন বিরাট কোহলি, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ৩০ বছর পার করেছেন। তাঁদের মধ্যে কাউকে করা হবে না বলেই জানা যাচ্ছে। যশস্বী জয়সওয়াল প্রতিভাবান হলেও মাত্র ২৩ বছর বয়সে তিনি এখনই নেতৃত্বের জন্য প্রস্তুত বলে মনে করছে না বোর্ড।

উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ভারতীয় দল ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে ৪৫ দিনের ইংল্যান্ড সফর শুরু করবে। ২ জুলাই থেকে এজবাস্টনের শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই থেকে। এই ম্যাচটি হবে লর্ডসে। ২৩ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড। ৩১ জুলাই ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।

জসপ্রীত বুমরাহ
Bundesliga: লেভারকুসেনের ড্র, ২ ম্যাচ বাকি থাকতেই নিজেদের ৩৩তম বুন্দেশলিগা জয় বায়ার্নের!
জসপ্রীত বুমরাহ
IPL 2025: ফের ব্যর্থ ২৭ কোটির পন্থ, ‘একগুঁয়ে মনোভাব’ পরিবর্তনের পরামর্শ রায়ডুর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in