Bundesliga: লেভারকুসেনের ড্র, ২ ম্যাচ বাকি থাকতেই নিজেদের ৩৩তম বুন্দেশলিগা জয় বায়ার্নের!

People's Reporter: শনিবার আরবি লিপজিগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন তাদের শিরোপার সম্ভাবনা জিইয়ে রেখেছিল। রবিবার লেভারকুসেনের জয় জরুরি ছিল শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য।
বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখছবি - সংগৃহীত
Published on

রবিবার ফুটবল বিশ্বে আরেকবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখল বায়ার্ন মিউনিখ। ফ্রেইবার্গ বনাম বায়ার লেভারকুসেন ম্যাচে ২-২ গোলের নাটকীয় ড্র-র পরই নিজেদের ৩৩তম বুন্দেশলিগা খেতাব জিতলো বায়ার্ন। এই নিয়ে শেষ ১৩ মরসুমে ১২ বার চ্যাম্পিয়ন হল জার্মান ক্লাবটি।

শনিবার আরবি লিপজিগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন তাদের শিরোপার সম্ভাবনা জিইয়ে রেখেছিল। রবিবার লেভারকুসেনের জয় জরুরি ছিল শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য। কিন্তু ফ্রেইবার্গের দুর্দান্ত পারফরম্যান্স সেই সম্ভাবনা নষ্ট করে দেয়।

৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ান এগেস্টেইনের ডিফ্লেক্টেড শটে এগিয়ে যায় ফ্রেইবার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলের কারণে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লেভারকুসেন। যদিও শেষের দিকে ফ্লোরিয়ান উইর্টজ ও জোনাথন তাহ-এর গোলে ম্যাচে সমতা ফেরায় তারা, তবে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। ফলে ৩২ ম্যাচ খেলে লেভারুসেনের পয়েন্ট ৬৮ এবং সমসংখ্যক ম্যাচ খেলে বায়ার্নের পয়েন্ট ৭৬। বাকি দুটি ম্যাচ লেভারকুসেন জিতলেও সর্বোচ্চ পয়েন্ট হবে ৭৪।

এই জয়ের পর বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি লেখেন, "আমরা এখনই বুন্দেসলিগা জয় উপভোগ করতে পারি। অসাধারণ অনুভূতি! পুরো মরসুম জুড়ে খেলোয়াড়দের অসাধারণ প্রচেষ্টার জন্য আমি তাদের অভিনন্দন জানাতে চাই। তোমরা একসাথে এই সাফল্য অর্জন করেছো। তোমরা একটা দল হিসেবে এই শিরোপা জিতেছো।"

তিনি আরও লেখেন, "আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে এই মহান ক্লাবের পর্দার পিছনে যাঁরা কাজ করছেন তাঁদের সকলকে। মরসুম এখনও শেষ হয়নি এবং এখনও অনেক কিছু করার আছে। আসুন একসাথে শক্তিশালীভাবে শেষ করি!"

বায়ার্ন মিউনিখ সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন কোম্পানি। তিনি লেখেন, "সারা বিশ্বের সকল বায়ার্ন ভক্তদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অসাধারণ।"

বায়ার্ন মিউনিখ
IPL 2025: ফের ব্যর্থ ২৭ কোটির পন্থ, ‘একগুঁয়ে মনোভাব’ পরিবর্তনের পরামর্শ রায়ডুর
বায়ার্ন মিউনিখ
AIFF: ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস! সেরা কোচ খালিদ জামিল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in