
রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস আগেই চলতি আইপিএল থেকে ছিটকে গেছে। সোমবার বৃষ্টির কারণে ম্যাচ পয়েন্ট ভাগ হওয়ায় তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে হায়দরাবাদও। প্লে-অফের দৌড়ে আরসিবি ফেভারিট হলেও এই লড়াইয়ে রয়েছে আরও ৭টি দল।
আরসিবি: প্লে-অফে অনেকটাই এগিয়ে গিয়েছেন বিরাট কোহলিরা। রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে প্লে-অফের সবচেয়ে বড় দাবিদার। বাকি দুটি ম্যাচে একটি জয় তাদের শীর্ষ ৪ নিশ্চিত করবে, আর দুইটি জয় দিলে শীর্ষ ২-এও থাকা সম্ভব।
পাঞ্জাব কিংস: লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পাঞ্জাব কিংসের সম্ভাবনা বাড়িয়েছে। তিনটি ম্যাচ বাকি থাকায়, অন্তত দুটি জয় তাদের প্লে-অফের টিকিট দিতে পারে। এক ম্যাচে জয়েও সুযোগ থাকবে, তবে সেটা নির্ভর করবে নেট রান রেট ও অন্যান্য দলের ফলাফলের উপর।
মুম্বাই ইন্ডিয়ান্স: টানা ৬ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার দল আগামী তিন ম্যাচে দুটি জয় পেলে তারা নিশ্চিতভাবে পৌঁছে যাবে প্লে-অফে।
গুজরাট টাইটানস: ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স হাতে এখনো চারটি ম্যাচ। তাদের লক্ষ্য বাকি ম্যাচগুলোর মধ্যে কমপক্ষে দুটি জয়, যা তাদের শীর্ষ ৪-এ নিয়ে যেতে পারে।
দিল্লি ক্যাপিটালস: হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়া দিল্লির জন্য বড় ধাক্কা। তবে, তাদেরও তিনটি ম্যাচ বাকি – যার মধ্যে দুটি জয় তাদের প্লে-অফে পৌঁছানোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে। বর্তমানে দিল্লির পয়েন্ট ১১ ম্যাচে ১৩ পয়েন্ট।
কেকেআর: কলকাতা নাইট রাইডার্সের সামনে সমীকরণ সহজ – তিনটি ম্যাচই জিততে হবে। তবে, ১৭ পয়েন্ট পেলেও প্লে-অফ নিশ্চিত নয়। কারণ শেষ পর্যন্ত ফল নির্ভর করবে নেট রান রেট এবং অন্যান্য ম্যাচের ফলাফলের উপর।
লখনউ সুপার জায়ান্টস: লখনউয়ের জন্য চ্যালেঞ্জ সবচেয়ে বড়। ৩ ম্যাচে জয় পেলে তারা পৌঁছাবে ১৬ পয়েন্টে কিন্তু প্লে-অফে উঠতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে প্রতিটি ম্যাচের ফলাফলের দিকে।
আইপিএল ২০২৫-এর শেষ পর্বে প্রতিটি ম্যাচই যেন ফাইনালের চেয়ে কম কিছু নয়। প্রতিটি বল, প্রতিটি ওভার এখন হিসেবের খেলায় পরিণত হয়েছে। কে হাসবে শেষ হাসি, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন