UEFA Champions League: ইন্টারের বিরুদ্ধে দ্বিতীয় লেগে জিততে মরিয়া বার্সেলোনা!
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আবারও নিজেদের সেরাটা দিতে মরিয়া বার্সেলোনা। মঙ্গলবার মধ্যরাতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সাথে ৩-৩ গোলে ড্র করার পর, এখন তাদের লক্ষ্য দ্বিতীয় লেগে জয় ছিনিয়ে নেওয়া।
প্রথম লেগে ৩০ সেকেন্ডে ইন্টার প্রথম গোল করে রেকর্ড গড়ে। মার্কাস থুরামের চোখ ধাঁধানো ফ্লিকে কাতালান ডিফেন্স স্তব্ধ হলেও, হানসি ফ্লিকের ছেলেরা পাল্টা দাপটের সাথে খেলে ম্যাচ ৩-৩ গোলে ড্র করে।
তবে বার্সার সামনে চ্যালেঞ্জ কঠিন। ইন্টার তাদের শেষ ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ হোম ম্যাচে অপরাজিত – এর মধ্যে ১২টি জয়। ইতিহাসও বার্সার পক্ষে নেই। সান সিরোতে ৬টির মধ্যে মাত্র একটিতে জয় এবং ইতালিতে ২৪ সফরে জয় মাত্র ৫টিতে।
তবুও, হানসি ফ্লিকের বার্সেলোনা এক অন্য রকম দল। এ পর্যন্ত ৪০টি গোল করা দলটি ক্লাবের নিজস্ব রেকর্ড (১৯৯৯-২০০০-এর ৪৫ গোল) স্পর্শ করতে চলেছে। রাফিনহা ২০টি গোলে সরাসরি অবদান রেখেছেন। ইয়ামাল ৫ গোল করে ইতোমধ্যেই উঠে এসেছেন হালান্ড-এমবাপ্পে-রাউলের পাশে।
তবে প্রতিপক্ষ হালকা নয়। সিমোন ইনজাঘির দল ফেয়েনুর্ড ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। আটটি ক্লিন শিটের সাথে মাত্র ৫টি গোল হজম করেছে। তবে ইন্টার এবার নামবে লাউতারো মার্টিনেজ এবং বেঞ্জামিন পাভার্ড ছাড়া, দু’জনেই ইনজুরিতে। এই সুযোগে দলে দেখা যেতে পারে তারেমি বা আরনাউটোভিচকে।
বার্সাও নিজেদের তারকাদের বিশ্রাম দিয়ে প্রস্তুতি নিয়েছে। টের স্টেগেন ইনজুরি কাটিয়ে ফিরেছেন, রাফিনহা-ইয়ামাল-লেভানডোস্কিরাও প্রস্তুত রয়েছেন ম্যাচ জয়ের জন্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন