
ফিরতে চলেছে ঐতিহ্যবাহী ফেডারেশন কাপ। তেমনই খবর শোনা যাচ্ছে। সদ্য শেষ হয়েছে সুপার কাপ। এবারে চ্যাম্পিয়ন হয়েছে এফসি গোয়া। কিন্তু ওড়িশাতে আয়োজিত হওয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সুপার কাপ সেভাবে জমেনি। ফলে ফেডারেশন কাপ চালু হতে পারে বলেই জানা যাচ্ছে।
সুপার কাপে দেশের প্রথম সারির ক্লাবগুলি অংশগ্রহণ করলেও তারা জুনিয়র দল পাঠিয়েছে বা রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়ারদের খেলিয়েছে। যা এই টুর্নামেন্টের গুরুত্ব কমিয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি ফেডারেশন কর্তারা সেভাবে প্রচারও করেননি। এই অবস্থায় ফেড কাপ ফেরাতে তৎপর ফেডারেশন কর্তারা।
১৯৭৭ সাল থেকে ফেড কাপ চালু ছিল। তবে ২০১৮ সালে সুপার কাপের জন্য এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। তবে জানা যাচ্ছে ফেডারেশন কাপ চলবে সুপার কাপের নিয়মেই, শুধু নাম পরিবর্তন হবে।
গত মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ঐতিহ্যশালী ডুরান্ড কাপের জায়গায় মরসুমের শুরুতে হবে ফেড কাপ। আর ডুরান্ড হবে মরসুমের শেষে। সেপ্টেম্বর মাস থেকে শুরু করার চিন্তাভাবনা করছে ফেডারেশন।
গত সপ্তাহে লিগ কমিটি মান্যতা দিয়েছে যে আইএসএল ও আইলিগ শুরুর আগে ফেডারেশন কাপ হবে। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কমিটির ভবিষ্যত এখন কোর্টের রায়ের উপর দাঁড়িয়ে রয়েছে। নির্বাচন হলে কল্যাণ চৌবের কমিটি থাকবে কিনা ঠিক নেই। একইসঙ্গে এফএসডিএলের সঙ্গে নতুন চুক্তির জন্য আইএসএলের ভবিষ্যতও অনিশ্চিত। সবমিলিয়ে ডামাডোলে ভারতীয় ফুটবল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন