UEFA Champions League: 'আমাদের চেয়ে ভালো দল...' - চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে হতাশ আর্সেনাল কোচ

People's Reporter: প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল পিএসজি। দ্বিতীয় লেগেও জয়ের ধারা বজায় রাখলো তারা।
মিকেল আর্তেটা
মিকেল আর্তেটাছবি - আর্সেনালের ফেসবুক পেজ
Published on

আর্সেনালকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠলো পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ফরাসি ক্লাবটি। আর এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেটা।

প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল পিএসজি। দ্বিতীয় লেগেও জয়ের ধারা বজায় রাখলো তারা। ২৭ মিনিটে ফাবিয়ান রুইজ এবং ৭২ মিনিটে আশরাফ হাকিমির গোলে ২-০ (৩-০) ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ৭৬ মিনিটে আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা(৩-১)। সেটাই ছিল ম্যাচের শেষ গোল।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে আর্সেনাল কোচ টিএনটি স্পোর্টসকে বলেন, "আমি যা দেখছি তাতে প্রতিযোগিতায় আমাদের চেয়ে ভালো আর কোনও দল ছিল বলে আমার মনে হয় না। কিন্তু আমরা বাইরে। আমাদের আরও অনেক কিছু প্রাপ্য ছিল। আমি ছেলেদের জন্য খুব গর্বিত, তারা যা করেছে তা অনেক প্রশংসার যোগ্য।"

পাশাপাশি তিনি বলেন, "দুই লেগেই সেরা খেলোয়াড় হলেন তাঁদের গোলরক্ষক। তিনি বহু সেভ দিয়েছেন। পার্থক্যটা সেখানেই ছিল। আমরা অনেক কাছেই ছিলাম। কিন্তু দুর্ভাগ্যভবশত ছিটকে যেতে হয়েছে। যেভাবে আমরা চাপ সামলে শুরু করেছিলাম তাতে ২০ মিনিট পর ৩-০ গোলে এগিয়ে থাকার কথা ছিল। সেটা হয়নি।"

উল্লেখ্য, আগামী ১ জুন (ভারতীয় সময় রাত ১২.৩০ টা) মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে পিএসজি এবং ইন্টার মিলান। এখনও পর্যন্ত মোট ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছে ইন্টার মিলান। পিএসজি ২০২০ সালে ফাইনালে উঠলেও বায়ার্নের কাছে পরাজিত হয়।

মিকেল আর্তেটা
Sourav Ganguly: 'সঠিক সিদ্ধান্ত' - রোহিতের টেস্ট থেকে অবসর ঘোষণা প্রসঙ্গে মন্তব্য সৌরভের
মিকেল আর্তেটা
IPL 2025: 'অপারেশন সিঁদুর'-এর জের! ধর্মশালা থেকে সরতে পারে পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in