
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচ সরতে পারে। সূত্রের খবর, পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর মধ্যে ১১ মে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হবে। ধর্মশালার বদলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে।
ভারতের বায়ুসেনা সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযান চালায়, যেখানে পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। এই ঘটনার পর উত্তর-পশ্চিম ভারতের একাধিক বিমানবন্দর, যেমন ধর্মশালা ও চণ্ডীগড় বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রভাবিত হবে আইপিএলের দলের যাতায়াত ব্যবস্থা।
অন্যদিকে, ধর্মশালা বিমানবন্দর বন্ধ হওয়ার আগেই ধর্মশালায় ছিল দিল্লি ক্যাপিটালস দল। ফলে ৮ মে নির্ধারিত পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ যথা সময়েই হবে। তবে ১১ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসকে ধর্মশালা থেকে দিল্লি ফিরতে হতে পারে সড়কপথে।
সূত্রের খবর, সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও আইপিএল ২০২৫-এর সময়সূচিতে পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বোর্ডের। তবে আগামীদিনে কী হবে তা সময়ই বলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন