NBA: ভারতে এই প্রথম! মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে BUDX NBA House

People's Reporter: ৭ ও ৮ জুন, মুম্বাইয়ের ডোম, এসভিপি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইভেন্টটি।
NBA: ভারতে এই প্রথম! মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে BUDX NBA House
ছবি - সংগৃহীত
Published on

ভারতে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে BUDX NBA হাউস: বাস্কেটবল, সঙ্গীত ও সংস্কৃতির অনন্য মিলন মুম্বাইতে।

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (NBA) এবং বুডওয়েজার ঘোষণা করেছে, ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে BUDX NBA হাউস—একটি ইন্টারেক্টিভ ফ্যান ইভেন্ট যা বাস্কেটবল, সঙ্গীত ও সংস্কৃতির মেলবন্ধনে উদযাপন করা হবে।

৭ ও ৮ জুন, মুম্বাইয়ের ডোম (DOME), এসভিপি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইভেন্টটি। এই দুই দিনের জমকালো আয়োজনে থাকবে বাস্কেটবল-থিমযুক্ত বিভিন্ন কার্যক্রম, লাইভ সঙ্গীত পরিবেশনা এবং ভক্তদের জন্য এক্সক্লুসিভ দেখা-সাক্ষাৎ-এর ব্যবস্থা থাকবে। উপস্থিত থাকবেন পাঁচবারের NBA চ্যাম্পিয়ন ডেরেক ফিশার, হল অফ ফেমার গ্যারি পেটন এবং থাকবে ল্যারি ও'ব্রায়ান ট্রফির সাথে ছবি তোলার সুযোগ।

এছাড়াও, পারফর্ম করবেন স্যাক্রামেন্টো কিংসের মাসকট স্ল্যামসন, কিংস ড্যান্সার্স, এবং ডাঙ্ক টিম, যা পুরো আয়োজনকে চমকপ্রদ করে তুলবে।

NBA ইন্ডিয়ার কান্ট্রি হেড রাজা চৌধুরী বলেন, "ভারতের উৎসাহী NBA ভক্তদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা—খেলা, সঙ্গীত ও সংস্কৃতির একত্র সমাহার।"

Budweiser-এর পক্ষ থেকে বিনীত শর্মা বলেন, "এই ইভেন্ট ভারতের তরুণ প্রজন্মের জন্য একটি ট্রেন্ডসেটিং অভিজ্ঞতা হবে, যা কেবল খেলাকে নয় বরং একটি নতুন সাংস্কৃতিক ঢেউকেও তুলে ধরবে।"

Zomato ইভেন্টটি প্রযোজনা ও টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। Budweiser ছাড়াও অংশীদার হিসেবে রয়েছে USA, Emirates এবং Visit California।

NBA: ভারতে এই প্রথম! মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে BUDX NBA House
UEFA Champions League: ইন্টারের বিরুদ্ধে দ্বিতীয় লেগে জিততে মরিয়া বার্সেলোনা!
NBA: ভারতে এই প্রথম! মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে BUDX NBA House
IND vs ENG: ইংল্যান্ড সফরে রোহিতের ডেপুটি হচ্ছেন না বুমরাহ! বোর্ডের নজরে নতুন মুখ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in