Sourav Ganguly: 'সঠিক সিদ্ধান্ত' - রোহিতের টেস্ট থেকে অবসর ঘোষণা প্রসঙ্গে মন্তব্য সৌরভের

People's Reporter: রোহিতকে টেস্ট ক্যাপ্টেন করতে বড়ো ভূমিকা নিয়েছিলেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। আর রোহিতের এই সিদ্ধান্ত জানতে পেরে সৌরভ বলেন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।
সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মা
সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মাছবি - সংগৃহীত
Published on

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার মাঠে বর্ডার গাভাসকর সিরিজেও ব্যর্থ হয়েছিলেন। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে তাঁকে যে সরানো হবে সেটা আন্দাজই করেছিলেন রোহিত শর্মা। তার আগেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। রোহিতের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

রোহিতকে টেস্ট-ক্যাপ্টেন করতে বড়ো ভূমিকা নিয়েছিলেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। আর রোহিতের এই সিদ্ধান্ত জানতে পেরে সৌরভ বলেন, 'এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি মনে করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও ভালো অধিনায়ক, দারুণ ক্রিকেটার। তবে ও জানে কখন সিদ্ধান্ত নিতে হয়।'

বুধবার রোহিত ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন করার জন্য ধন্যবাদ।"

২০১৩ সালে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রোহিত শর্মার। ৬৭টি টেস্টে ৪৩০১ রান, ১২টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত। যদিও কেরিয়ারের শেষ পর্বে ব্যাট হাতে তিনি অনুরাগীদের হতাশ করছিলেন। অস্ট্রেলিয়া সফরে টানা ব্যর্থতা রোহিতকে নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছিল। যেখানে তাঁর রানের গড় ছিল মাত্র ১০.৯৩।

সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মা
Rohit Sharma: আচমকাই অবসর, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন 'হিটম্যান' রোহিত শর্মা
সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মা
IPL 2025: 'অপারেশন সিঁদুর'-এর জের! ধর্মশালা থেকে সরতে পারে পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in