PSL: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা! পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরলো PSL

People's Reporter: ইসলামাবাদে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা করেন।
পিএসএল শুরুর আগের ছবি
পিএসএল শুরুর আগের ছবিছবি - সংগৃহীত
Published on

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সিজন ১০-এর বাকি ম্যাচগুলি (প্লেঅফ এবং ফাইনালসহ) সংযুক্ত আরব আমিরশাহীতে (ইউএই) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় এমনটাই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ড্রোন হামলা এবং সীমান্তে গোলাগুলির মতো অবাঞ্ছিত পরিস্থিতি খেলোয়াড়, কর্মী ও দর্শকদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসলামাবাদে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা করেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার ভারতের চালানো একটি ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরপরই করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার নির্ধারিত ম্যাচটি বাতিল করা হয় এবং পরে তা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহসিন নকভি বলেন, "আমরা প্রত্যেক ক্রিকেটারের মানসিক ও শারীরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের আশা, অতীতের মতো এবারও স্টেকহোল্ডাররা আমাদের পাশে থাকবেন।"

পিএসএলের বাকি ম্যাচগুলি মূলত রাওয়ালপিন্ডি, মুলতান ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গোটা লিগটাই অন্য দেশে স্থানান্তরিত হওয়ার কারণে নতুন করে সূচি প্রকাশ করবে পিএসএল।

অন্যদিকে, নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে চলেছে আইপিএল-ও। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও একাধিক সূত্র মারফত তেমনটাই খবর।

পিএসএল শুরুর আগের ছবি
IPL 2025: ভারত-পাক সীমান্তে সংঘর্ষ, নিরাপত্তার কারণে স্থগিত হতে চলেছে আইপিএল!
পিএসএল শুরুর আগের ছবি
IPL 2025: রেলপথে নিরাপত্তার ঝুঁকি, ধর্মশালা থেকে সড়কপথে দিল্লি ফিরবেন পাঞ্জাব ও দিল্লির ক্রিকেটাররা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in