IPL 2025: ভারত-পাক সীমান্তে সংঘর্ষ, নিরাপত্তার কারণে স্থগিত হতে চলেছে আইপিএল!

People's Reporter: গতকাল ধর্মশালায় চলা পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচও বাতিল ঘোষণা করা হয়। খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল মাঠে নেমে দর্শকদের নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
স্থগিত হতে চলেছে আইপিএল
স্থগিত হতে চলেছে আইপিএলছবি - সংগৃহীত
Published on

ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রভাব এবার ক্রীড়াক্ষেত্রে। নিরাপত্তার কারণে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড এবং আইপিএল কর্তৃপক্ষ। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। মঙ্গলবার রাতে প্রত্যাঘাতের পর থেকেই যা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। জবাব-পাল্টা জবাবে পরিস্থিতি উত্তপ্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকেও যোগ্য জবাব দেওয়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ভারতের একাধিক শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়। এমনকি গতকাল ধর্মশালায় চলা পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচও বাতিল ঘোষণা করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল মাঠে নেমে দর্শকদের নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। ধাপে ধাপে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, গতকাল রাতেই নাকি আইপিএল কর্তৃপক্ষ ও বোর্ড কর্তৃপক্ষের বৈঠক হয়। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটারও আইপিএল-এ খেলেন। জানা যাচ্ছে ক্রিকেটারদের এবং দর্শকদের নিরাপত্তার কারণেই আইপিএল আপাতত স্থগিত রাখা হচ্ছে। নিরাপদে সকল বিদেশি ক্রিকেটারদের ফিরে যাওয়ার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় বিসিসিআই-র এক আধিকারিক এই প্রসঙ্গে দাবি করেন, 'দেশে এখন যুদ্ধ পরিস্থিতি। এই সময় এই ধরণের প্রতিযোগিতা চালিয়ে যাওয়াটা উচিত নয়।'

তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

স্থগিত হতে চলেছে আইপিএল
IPL 2025: রেলপথে নিরাপত্তার ঝুঁকি, ধর্মশালা থেকে সড়কপথে দিল্লি ফিরবেন পাঞ্জাব ও দিল্লির ক্রিকেটাররা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in