
বৃহস্পতিবার নিরাপত্তার কারণে ধর্মশালার HPCA স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দ্রুত প্লেয়ারদের দিল্লিতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। তবে বিশেষ ট্রেনের কথা বলা হলেও নিরাপত্তার কারণেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। জানা যাচ্ছে সড়কপথেই ফিরবেন ক্রিকেটাররা।
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার রাতেই জম্মু, পাঠানকোট ও উধমপুরে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। যার জেরে ধর্মশালায় ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়। প্রথমে যান্ত্রিক ত্রুটির কারণ দেখানো হলেও নিরাপত্তার কারণেই যে ম্যাচ বাতিল হয়েছে তা স্পষ্ট। খেলা বন্ধ করে দিতে হয় ১০.১ ওভারের মাথায়।
রাত ৯:৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ফ্লাডলাইট নিভে যাওয়ার পর পরই খেলোয়াড় ও আম্পায়াররা দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। ধাপে ধাপে স্টেডিয়ামের বাকি আলোও নিভিয়ে দেওয়া হয়। পরে HPCA এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের শান্তিপূর্ণভাবে বের করে দেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করেন।
স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার পর উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিকটবর্তী হোটেলগুলিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। তবে রেলপথে স্থানান্তরের পরিকল্পনা বাতিল হওয়ায়, এখন বাসই একমাত্র বিকল্প।
এই ঘটনার প্রেক্ষিতে আইপিএল ২০২৫-এর ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছেন। টুর্নামেন্টের বাকি অংশ নির্ধারিত সূচি অনুযায়ী চালানো হবে কি না, সে সিদ্ধান্ত এখনও ঠিক হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন