Virat Kohli: রোহিতের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে বিরাট! জল্পনা তুঙ্গে

People's Reporter: সূত্রের খবর, ৩৬ বছর বয়সী বিরাট ভারতের হয়ে সাদা জার্সিকে বিদায় জানাতে চাইছেন। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান, সে এখনও অবিশ্বাস্যভাবে ফিট এবং ক্ষুধার্ত।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - বিরাট কোহলির ফেসবুক ওয়াল
Published on

রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বিরাট কোহলি! বিসিসিআই সূত্র মারফত জানা যাচ্ছে বিরাট নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি ইংল্যান্ড সফরের আগেই অবসর নেবেন বিরাট? জোর জল্পনা চলছে।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন 'হিটম্যান' রোহিত শর্মা। রোহিতের পর দলে সিনিয়র হিসেবে বিরাট কোহলি এবং জাদেজা রয়েছেন। সূত্রের খবর, ৩৬ বছর বয়সী বিরাট ভারতের হয়ে সাদা জার্সিকে বিদায় জানাতে চাইছেন। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান, “সে এখনও অবিশ্বাস্যভাবে ফিট এবং ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি গোটা দলকে অনুপ্রাণিত করে। আমরা চাই, সে কিছুটা সময় নিক এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।”

২০১১ সালে টেস্ট অভিষেকের পর, ভারতীয় লাল বলের ক্রিকেটে কোহলি হয়ে ওঠেন প্রতীকী এক নাম। ব্যাট হাতে ৯,০০০-এরও বেশি রান এবং ৩০টি সেঞ্চুরি করেছেন টেস্টে। তাঁর নেতৃত্বে ভারত দেখেছে আগ্রাসী টেস্ট দল।

ভারত সামনে একটি ব্যস্ত ও কঠিন বিদেশ সফর শুরু করতে যাচ্ছে। যার মধ্যে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজ। কোহলির অভিজ্ঞতা এসব ক্ষেত্রে দলে অমূল্য অবদান রাখতে পারে বলেই মনে করছে বোর্ড।

এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত বিরাট কোহলির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও প্রাক্তন খেলোয়াড়রা তাঁকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, আধুনিককালের এই কিংবদন্তি এখনও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখেন।

ভারতীয় ক্রিকেট মহল এখন তাকিয়ে শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নেন বিরাট কোহলি সেই দিকে। বিরাট যদি সত্যিই অবসর নেন তাহলে ভারতীয় টেস্ট দলের ব্যাটিং লাইন আপে একাধিক পরিবর্তন হবে।

বিরাট কোহলি
IPL 2025: 'সবার আগে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা' - ৭ দিন বন্ধ আইপিএল, সিদ্ধান্ত বোর্ডের
বিরাট কোহলি
IPL 2025: এই আইপিএল মরসুমই শেষ! দলকে জিতিয়ে কী জানালেন ধোনি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in