Virat Kohli: '১৪ বছর হয়ে গেল...' - রোহিতের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির

People's Reporter: কোহলি লেখেন, ১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে। সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে এমন যাত্রায় নিয়ে যাবে তা আমি কল্পনাও করিনি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাটের
টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাটেরছবি - সংগৃহীত
Published on

১৪ বছরের টেস্ট কেরিয়ারের ইতি। ভারতীয় টেস্ট জার্সিতে আর দেখা যাবে না 'চেজ মাস্টার'-এর ম্যাজিক। অবসর নিলেন বিরাট কোহলি।

জল্পনার অবসান। রোহিত শর্মার পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের আগে ভারতের কাছে যা কার্যত ধাক্কার। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা করেন কিং কোহলি।

কোহলি লেখেন, "১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে। সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে এমন যাত্রায় নিয়ে যাবে তা আমি কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন মনে রাখবো।"

তিনি আরও লেখেন, "সাদা পোশাকে ক্রিকেট খেলার সাথে আমার ব্যক্তিগত কিছু স্মৃতি রয়েছে। দীর্ঘ দিন, ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু আপনার সাথে চিরকাল সেই স্মৃতি থেকে যাবে। এই ফর্ম্যাট থেকে সরে আসা আমার কাছে সহজ নয়। তবে আমার মনে হচ্ছে এটাই ঠিক সময়। আমার যা ছিল তা আমি দিয়েছি। আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক এটি (টেস্ট ক্রিকেট) আমাকে ফিরিয়ে দিয়েছে।"

পাশাপাশি কোহলি লেখেন, "আমি কৃতজ্ঞতা ভরা মন নিয়ে চলে যাচ্ছি। খেলার জন্য, যাদের সাথে আমি মাঠ ভাগ করেছিলাম এবং প্রত্যেক ব্যক্তি যাঁরা এই চলার পথে আমার সাথে থেকেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবসময় হাসিমুখে আমার টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব।"

উল্লেখ্য, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল কোহলির। তারপর থেকে একের পর এক সুন্দর ইনিংস উপহার দিয়েছেন তিনি। ভারতের হয়ে ১২৩ টেস্ট ম্যাচে ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান অপরাজিত ২৫৪। ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে। গড় ৪৬.৮৫। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বাধিক রানের মালিক তিনি।

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তার আগে রোহিত এবং বিরাটের অবসর ভারতীয় দলের জন্য বড় ধাক্কার। এখনও নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা হয়নি। জানা যাচ্ছে শুবমন গিলকে নয়া টেস্ট অধিনায়ক করা হতে পারে। তবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাটের
Bengal Pro T20 League: আইপিএলের মতোই স্থগিত বেঙ্গল প্রো টি-২০ লিগ!
টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাটের
IPL 2025: আইপিএল-র বাকি ম্যাচ হবে দক্ষিণ ভারতের ৩ শহরে!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in