

ভারত-পাক সীমান্তে উত্তেজনার কারণে ১ সপ্তাহ স্থগিত রাখা হয়েছে আইপিএল। জানা যাচ্ছে পরবর্তী ম্যাচগুলি ভারতের দক্ষিণের ৩ শহরে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদকে বেছে নেওয়া হয়েছে নতুন ভেন্যু হিসেবে। তবে সবকিছু নির্ভর করছে কেন্দ্র সরকারের অনুমতির ওপর।
শুক্রবার বিসিসিআই জানায়, ভারত-পাকিস্তান দুই দেশের সীমান্ত পরিস্থিতির কারণে টুর্নামেন্ট এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন।
বিদেশি খেলোয়াড়দের ফিরে পাওয়া নিয়েই এখন বড় চ্যালেঞ্জ দেখছে বোর্ড। ইএসপিএন ক্রিকইনফো আরও জানিয়েছে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটার শনিবারের মধ্যে ভারত ছাড়বেন বলে আশা করা হচ্ছে। তবে মে মাসের শেষদিকে টুর্নামেন্ট পুনরায় শুরুর সম্ভাবনার দিকে নজর রাখছে দলগুলো।
অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিগুলো আশাবাদী হলেও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আইপিএল নির্ধারিত সূচি অনুযায়ী ২৫মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে কি না। উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল হওয়ার কথা।
এই অনিশ্চয়তার মধ্যে আরও একটি চ্যালেঞ্জ হল একাধিক খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রীড়াসূচি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ১১ জুন থেকে লর্ডসে অনুষ্ঠিত হবে। ফলে অনেক ক্রিকেটার সেখানে অংশ নিতে আইপিএলের শেষভাগে অনুপস্থিত থাকতে পারেন।
এখনও পর্যন্ত আইপিএল ২০২৫-এ ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ৫৮তম ম্যাচ ১০.১ ওভারের পর বাতিল ঘোষণা করা হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন