Bengal Pro T20 League: আইপিএলের মতোই স্থগিত বেঙ্গল প্রো টি-২০ লিগ!

People's Reporter: আগামী ১৬ মে দুবরাজপুরে মহিলাদের প্রো টি২০ শুরু হওয়ার কথা ছিল। ইডেনে ফাইনাল ছিল ৪ জুন।
বেঙ্গল প্রো টি২০ লিগ
বেঙ্গল প্রো টি২০ লিগছবি - সংগৃহীত
Published on

ভারত-পাক যুদ্ধ আবহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। আর এবারে স্থগিত হল সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি২০ লিগ। দেশের স্বার্থ সবার আগে বলেই জানাচ্ছেন সিএবি কর্তৃপক্ষ।

আগামী ১৬ মে দুবরাজপুরে মহিলাদের প্রো টি২০ শুরু হওয়ার কথা ছিল। ইডেনে ফাইনাল ছিল ৪ জুন। পুরুষদের টুর্নামেন্টও শুরু হওয়ার কথা ছিল। আগামী সোমবার এই লিগের পুরুষ টিমের ড্রাফট হওয়ার কথা ছিল। আপাতত সব স্থগিত রেখেছেন সিএবি কর্তারা।

সিএবি সচিব নরেশ ওঝা এক বিবৃতিতে জানান, 'কঠিন সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেশের সঙ্গে আছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানায় সিএবি। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে জঙ্গিহানার বিরুদ্ধে প্রবল প্রত্যাঘাত হানা হয়েছে। যা ভারতীয়দের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। ক্রিকেট জাতীয় প্যাশন হলেও, দেশের ঊর্ধ্বে নয়। ক্রিকেট সবসময় সবাইকে একত্রিত করে, কিন্তু এই কঠিন সময়, আমাদের প্রধান কর্তব্য দেশের জন্য।'

তবে কত দিনের জন্য বেঙ্গল প্রো লিগ বন্ধ রাখা হবে তা জানানো হয়নি। আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। জানা যাচ্ছে দ্রুত আইপিএল শেষ করবে। সেক্ষেত্রে দিনে দুটি করে ম্যাচ আয়োজন করতে পারে আইপিএল কর্তৃপক্ষ। দক্ষিণের তিন শহরকে ভেন্যু হিসেবে বেছেছে বিসিসিআই।

বেঙ্গল প্রো টি২০ লিগ
IPL 2025: আইপিএল-র বাকি ম্যাচ হবে দক্ষিণ ভারতের ৩ শহরে!
বেঙ্গল প্রো টি২০ লিগ
Virat Kohli: রোহিতের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে বিরাট! জল্পনা তুঙ্গে
বেঙ্গল প্রো টি২০ লিগ
IPL 2025: 'সবার আগে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা' - ৭ দিন বন্ধ আইপিএল, সিদ্ধান্ত বোর্ডের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in