Kylian Mbappe: এমবাপ্পের ঐতিহাসিক গোল! ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিয়াল মাদ্রিদ তারকা

People's Reporter: ১৯৫৩-৫৪ মরসুমে ডি স্টেফানো করেছিলেন ২৭টি গোল। সেই রেকর্ড এবার ভাঙলেন ফরাসি স্ট্রাইকার।
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পেছবি - রিয়াল মাদ্রিদের ফেসবুক পেজ
Published on

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম মরসুমেই ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। বুধবার রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচে ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এমবাপ্পে। পাশাপাশি মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে লা লিগা জয়ের আশা জিইয়ে রাখলো রিয়াল।

এই গোলের মাধ্যমে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ২৮। যা রিয়াল মাদ্রিদের ইতিহাসে কোনো খেলোয়াড়ের অভিষেক মরসুমে সর্বোচ্চ। ১৯৫৩-৫৪ মরসুমে ডি স্টেফানো করেছিলেন ২৭টি গোল। সেই রেকর্ড এবার ভাঙলেন ফরাসি স্ট্রাইকার।

এমবাপ্পের গোলটি ছিল অত্যন্ত চমকপ্রদ। বল পেয়ে চারজন ডিফেন্ডারের মাঝে আটকে পড়া সত্ত্বেও দুর্দান্ত একটি শটে বল জালে জড়ান তিনি। তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় রিয়াল। কারণ ১১ মিনিটের মাথায় মায়োর্কা ১-০ গোলে লিড নিয়েছিল।

এই মরসুমে এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ। রিয়ালের হয়ে প্রথম মরসুমে এমন পারফরম্যান্স অনন্য বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্যভাবে, এই সংখ্যাটি ক্লাবের প্রাক্তন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা কিংবা রুড ভ্যান নিস্তেলরয়ও ছুঁতে পারেননি তাঁদের অভিষেক মরসুমে।

গত পাঁচ মরসুমের পরিসংখ্যানও বলে দেয়, এমবাপ্পে মানেই গোল। ২০২০-২১ মরসুমে ৪২, ২০২১-২২-এ ৩৯, ২০২২-২৩-এ ৪১ এবং ২০২৩-২৪-এ ৪৪ গোল করা এই ফরাসি তারকা এই মরসুমে নতুন রেকর্ড সৃষ্টির পথে। এখন দেখার বিষয়, চলতি মরসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পে আর কতটা ইতিহাস লিখতে পারেন।

কিলিয়ান এমবাপ্পে
Diego Maradona: চিকিৎসকের গাফিলতিতেই বাবার মৃত্যু! আদালতে বিস্ফোরক মারাদোনা কন্যা
কিলিয়ান এমবাপ্পে
Brazil: ব্রাজিলের হেড কোচ হিসেবে আনচেলত্তির নিয়োগে অসন্তুষ্ট রাষ্ট্রপতি লুলা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in