Brazil: ব্রাজিলের হেড কোচ হিসেবে আনচেলত্তির নিয়োগে অসন্তুষ্ট রাষ্ট্রপতি লুলা!

People's Reporter: ব্রাজিল দলের লাগাতার ব্যর্থতার কারণে কোচ বদল হয়েছে। নতুন কোচ করা হয়েছে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে।
লুলা দ্য সিলভা (বামদিকে) এবং কার্লো আনচেলত্তি (ডানদিকে)
লুলা দ্য সিলভা (বামদিকে) এবং কার্লো আনচেলত্তি (ডানদিকে)ছবি - সংগৃহীত
Published on

ব্রাজিলের কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তাঁর মতে দেশীয় কাউকে কোচ করলে ব্রাজিল দলের পক্ষে আরও ভালো হত।

ব্রাজিল দলের লাগাতার ব্যর্থতার কারণে কোচ বদল হয়েছে। নতুন কোচ করা হয়েছে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে। ১৯৬৫ সালের পর থেকে তিনিই প্রথম অ-ব্রাজিলীয় কোচ হিসেবে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব সামলাবেন। আগামী ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লুলা বলেন, "সত্যি বলতে, একজন বিদেশি হিসেবে আমার তাঁর বিরুদ্ধে কোনও আপত্তি নেই। তবে আমার মনে হয় ব্রাজিলে এমন কোচ আছেন যাঁরা সেলেকাওদের নেতৃত্ব দিতে সক্ষম।"

তিনি আরও বলেন, "আনচেলত্তি দুর্দান্ত টেকনিশিয়ান। আমি আশা করি ব্রাজিলীয় দলকে প্রথমে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করতে পারবেন।"

এর আগেও আনচেলত্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন লুলা। ২০২৩ সালে তিনি বলেছিলেন, "আনচেলত্তি কখনও ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না। কেন তিনি ইতালির সমস্যা সমাধান করতে পারলেন না? ২০২২ সালে যারা বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি।"

অন্যদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো জানিয়েছিলেন, "আনচেলত্তি আদর্শ কোচ হবেন কারণ প্রতিপক্ষ সহ সকলেই তাঁকে সম্মান করেন। তিনি খেলোয়াড়দের গুরুত্ব দিতে জানেন। ফুটবলের কৌশলগুলি খুব ভালো বোঝেন।"

প্রসঙ্গত, গত মার্চ মাসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পরই ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয় ডোরিভাল জুনিয়রকে। তারপর থেকেই কার্লো আনচেলত্তি এবং আল হিলালের কোচ জর্জ জেসুসের দিকে নজর ছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-র।

লুলা দ্য সিলভা (বামদিকে) এবং কার্লো আনচেলত্তি (ডানদিকে)
Carlo Ancelotti: ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ! নয়া চ্যালেঞ্জ কার্লো আনচেলত্তির
লুলা দ্য সিলভা (বামদিকে) এবং কার্লো আনচেলত্তি (ডানদিকে)
East Bengal: শুধু ফুটবলার নয়, নতুন মরসুমে ঢেলে সাজানো হচ্ছে ইস্টবেঙ্গলের মেডিকেল সিস্টেমও!
লুলা দ্য সিলভা (বামদিকে) এবং কার্লো আনচেলত্তি (ডানদিকে)
Sunil Gavaskar: শুবমন নয়, টেস্ট দলের অধিনায়ক হিসেবে গাভাসকরের প্রথম পছন্দ বুমরাহ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in