East Bengal: শুধু ফুটবলার নয়, নতুন মরসুমে ঢেলে সাজানো হচ্ছে ইস্টবেঙ্গলের মেডিকেল সিস্টেমও!

People's Reporter: গত মরসুমে চোট-আঘাতের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কখনওই পুরো দল পাননি অস্কার। ফুটবলারদের প্রাক মরসুম প্রস্তুতিও সঠিক প্রক্রিয়ায় হয়নি।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোনছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

নতুন মরসুমে দল গঠনে কোনও খামতি রাখতে চাইছে না ইস্টবেঙ্গল। ফুটবলার থেকে মেডিক্যাল সিস্টেম সবক্ষেত্রকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ক্লাব সূত্রে খবর।

গত মরসুমে চোট-আঘাতের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কখনওই পুরো দল পাননি অস্কার। ফুটবলারদের প্রাক মরসুম প্রস্তুতিও সঠিক প্রক্রিয়ায় হয়নি। যার ফলে গোটা মরসুম জুড়ে একাধিক চোট-আঘাত হয়।

এক লাল-হলুদ কর্তা বলেন, 'বাজেট সমস্যা নয়। ভালো দল করতে হবে। কোচের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি নেব। প্লেয়ার নেওয়ার জন্য বিদেশেও যাওয়া হতে পারে। আমরা গতবছর মেডিক্যাল সিস্টেমের জন্য ভুগেছি। এবার মেডিক্যাল সিস্টেম ভাল করতে হবে।'

মেডিক্যাল ইউনিট নিয়ে গত মরসুমের প্রথম থেকেই সমস্যা ছিল। তাই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে মেডিক্যাল সিস্টেম। নতুন ফিজিও আনা হচ্ছে। হেড ফিজিও বদল করা হয়েছে। নতুন রিহ্যাব সেন্টার গঠনের পরিকল্পনা চলছে। যাতে গত মরশুমের পুনরাবৃত্তি না ঘটে।

লাল হলুদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীও ছিলেন বৈঠকে। ঝুলনকে আগামী মরসুমে কীভাবে ইস্টবেঙ্গলের কাজে লাগানো যায় সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়। ঝুলন বলেন, ইস্টবেঙ্গল অন্য সব বিভাগে সাফল্য পেলেও পুরুষ ফুটবল দলে সাফল্য পাচ্ছে না। সেই সমস্যার সমাধান করতে হবে দলকে।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন
Carlo Ancelotti: ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ! নয়া চ্যালেঞ্জ কার্লো আনচেলত্তির
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন
Sunil Gavaskar: শুবমন নয়, টেস্ট দলের অধিনায়ক হিসেবে গাভাসকরের প্রথম পছন্দ বুমরাহ!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in