
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। হিটম্যানের অবসরের পর টেস্ট ক্রিকেটে নেতৃত্বহীন হয়ে পড়েছে ভারত। সূত্রের খবর, পরবর্তী অধিনায়ক হিসেবে পাল্লা ভারী শুবমন গিলের। তবে সুনীল গাভাসকর গিলকে অধিনায়ক হিসেবে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
জসপ্রীত বুমরাহ নাকি শুবমন গিল, কে হবেন ভারতের টেস্ট অধিনায়ক? তা ঠিক করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সুনীল গাভাসকর অবশ্য যোগ্য টেস্ট অধিনায়ক হিসেবে এগিয়ে রাখছেন জসপ্রীত বুমরাহকে।
স্পোর্টস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "তাঁর (বুমরাহ) কাজের চাপ সে নিজেই সবচেয়ে ভালো বোঝেন। যদি তিনি অধিনায়ক হন, তাহলে নিজেই জানবেন কখন বিশ্রাম নিতে হবে, কত ওভার বল করতে হবে। আমার মতে, তিনিই এই দায়িত্বের জন্য উপযুক্ত।"
অন্যদিকে, একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্বাচকদের প্রথম পছন্দ শুবমন গিল। তরুণ এই ব্যাটারকে ভবিষ্যতের স্থায়ী নেতা হিসেবে তৈরি করার পরিকল্পনা করছে বোর্ড। কারণ বুমরাহ মাঝে মধ্যেই ইনজুরির জন্য ছিটকে যান। ফলে স্থায়ীভাবে নেতৃত্বের অভাব হবে। সমস্ত দিক বিবেচনা করে গিলকে এগিয়ে রাখছেন নির্বাচকরা।
বুমরাহর নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফিতে একটি টেস্ট জেতে ভারত। অনবদ্য বোলিং করেন তিনি। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সিরিজ চলাকালীন তাঁর ইনজুরির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি।
তবে গাভাসকরের মতে, সঠিক ব্যবস্থাপনায় বুমরাহ নিয়মিত খেলতে পারবেন এবং একজন অধিনায়ক হিসেবে দারুণ কাজ করতে পারেন। তিনি বলেন, "প্রথম টেস্টের পর অনেকটা সময় থাকে বিশ্রামের জন্য। কাজের চাপ সামলানোর জন্য যথেষ্ট সময় আছে।"
সবকিছু ঠিকঠাক থাকলে, ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফরের আগেই বিসিসিআই নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে। এখন দেখার বিষয়, গাভাসকরের মতো একজন অভিজ্ঞ ক্রীড়াবিদের মতামতকে বোর্ড গুরুত্ব দেয় কি না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন