
জল্পনার অবসান। পরিবর্তন করা হল ২০২৫ আইপিএল-র ফাইনাল ভেন্যু। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে মেগা ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাশাপাশি কোয়ালিফায়ার ১, ২ এবং এলিমিনেটর ম্যাচের ভেন্যুও ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। দ্বিতীয় পর্যায়ের ম্যাচ শুরু হয়েছে ১৭ মে থেকে। তার আগে লিগ পর্যায়ের ম্যাচের ভেন্যু প্রকাশ করলেও প্লে-অফের ভেন্যু নির্ধারিত ছিল না। একাধিক সূত্র মারফত জানা যাচ্ছিল কলকাতা থেকে নরেন্দ্র মোদীর রাজ্যে নিয়ে যাওয়া হতে পারে ফাইনাল ম্যাচ। সেটাই হল।
নতুন সূচী অনুযায়ী কোয়ালিফায়ার ১ (২৯ মে) এবং এলিমিনেটর ম্যাচ (৩০ মে) হবে নিউ চণ্ডীগড়ের নিউ পিসিএ স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ২ (১ জুন) এবং ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (৩ জুন)।
প্রসঙ্গত, পূর্ব সূচী অনুযায়ী ২০২৫ আইপিএল ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার নির্ধারিত ছিল ইডেন গার্ডেন্সে। কলকাতাতেই যাতে ফাইনাল হয় তার জন্য চেষ্টা করেছিল সিএবি। সিএবির পক্ষ থেকে ফাইনাল ইডেনে চেয়ে চিঠি দেওয়া হয় বোর্ডকে। সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল গভর্নিং কমিটির সদস্য অভিষেক ডালমিয়াও উদ্যোগ নিয়েছিলেন ইডেনে ফাইনাল আয়োজনের ব্যাপারে। কিন্তু ব্যর্থ হল সিএবি কর্তাদের প্রয়াস।
সূত্রের খবর, ফাইনাল সরানোর কারণ হিসেবে কলকাতার আবহাওয়াকে তুলে ধরা হয়েছে। একটি বেসরকারি অ্যাপ দাবি করেছে ওইদিন নাকি কলকাতায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বা দিল্লির মৌসম ভবনের তরফে এমন কোনও পূর্ভাভাস দেওয়া হয়নি। কারণ এতো আগে থেকে কোনও অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
কিছু দিন আগেই ইডেনে ফাইনাল ম্যাচ দেওয়ার জন্য বিক্ষোভ দেখিয়েছিলেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। এক বিক্ষোভকারী জানিয়েছিলেন, "নিয়মানুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোম গ্রাউন্ডেই ফাইনাল ম্যাচ হয়। এই নিয়মতো আইপিএল কর্তৃপক্ষই বানিয়েছিলেন। এখন নিজেদের বানানো নিয়ম নিজেরাই ভাঙছেন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন