
আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বের আগে বড়সড় পরিবর্তনের পথে হাঁটলো মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। আইপিএলের মিডিয়া অ্যাডভাইজরি অনুসারে, উইল জ্যাকস, করবিন বোশ এবং রায়ান রিকেলটন জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে দলের থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁদের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা ও ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার রিচার্ড গ্লিসন এবং তারকা ব্যাটার জনি বেয়ারস্টো।
মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, "দলে তিনজন নতুন মুখ, জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন এবং চারিথ আসালঙ্কাকে যুক্ত করা হয়েছে এবং এমআই যদি যোগ্যতা অর্জন করে তবে প্লেঅফ থেকে তাঁদের পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে WTC 2023-25 ফাইনালের জন্য ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলে রিকেলটন এবং বোশের নাম রয়েছে। উইল জ্যাকস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সাদা বলের সিরিজে অংশ নিতে ইংল্যান্ডে ফিরে যাবেন।"
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, রিকেলটন ও করবিন বোশকেও প্লে-অফের আগেই ফিরে যেতে বলা হয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকা তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডের সদস্যদের ২৭ মে-র মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে।
নতুন করে দলে যোগ দেওয়া চরিথ আসালঙ্কা বর্তমানে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই তিনি ১৩৪টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৫৮ ম্যাচে ১২৪৭ রান, গড় ২৪.৪৫ এবং স্ট্রাইক রেট ১২৮.৫৫।
অন্যদিকে, ৩৭ বছর বয়সী রিচার্ড গ্লিসন ইংল্যান্ডের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ডেথ ওভারে তাঁর বোলিং দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত তিনি। আইপিএলে ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক করেন তিনি।
অন্যদিকে, এমআই বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস (২১ মে) এবং পাঞ্জাব কিংসের (২৬ মে) বিরুদ্ধে তাদের শেষ দুটি গ্রুপ ম্যাচ খেলবে। এখন দেখার বিষয়, নতুন যোগদানকারী এই আন্তর্জাতিক তারকারা দলের শেষ পর্বে কীভাবে অবদান রাখতে পারেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন