
আইপিএলের চলতি মরসুমে বারবার আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ সুপার জায়ান্টসের (LSG) স্পিনার দিগ্বেশ রাঠিকে এক ম্যাচের জন্য নির্বাসিত করলো আইপিএল গভর্নিং কাউন্সিল। একইসঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে তাঁকে।
সোমবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এলএসজি স্পিনার দিগ্বেশ রাঠি ও এসআরএইচ ব্যাটার অভিষেক শর্মার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাঠিকে চলতি মরশুমে তৃতীয়বারের মতো আচরণবিধি ভাঙার দায়ে দোষী সাব্যস্ত করেছে।
আইপিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এই মরশুমে এটি দিগ্বেশের তৃতীয় লেভেল ১ অপরাধ। এর ফলে তিনি ইতিপূর্বে সংগ্রহ করা তিনটি ডিমেরিট পয়েন্ট ছাড়াও আরও দুটি ডিমেরিট পয়েন্ট অর্জন করেছেন। এর আগে ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি এবং ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।”
ফলে মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট হওয়ায়, এলএসজির পরবর্তী ম্যাচ থেকে বাদ পড়লেন রাঠি। লখনউয়ের পরবর্তী ম্যাচ ২২ মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়েছে।
অন্যদিকে, একই ম্যাচে দিগ্বেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার জন্য সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মাকেও শাস্তি দিয়েছে বিসিসিআই। তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এই ঘটনা তাঁর প্রথম লেভেল ১ অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন