IPL 2025: ইডেনে আইপিএল-র ফাইনালের দাবিতে বিক্ষোভ ক্রিকেটপ্রেমীদের

People's Reporter: গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে।
ইডেনে আইপিএল ফাইনালের দাবিতে বিক্ষোভ ক্রিকেটপ্রেমীদের
ইডেনে আইপিএল ফাইনালের দাবিতে বিক্ষোভ ক্রিকেটপ্রেমীদেরছবি - সংগৃহীত
Published on

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে আইপিএল-র নতুন সূচি তৈরী হয়েছে। নতুন সূচিতে প্লে অফ এবং ফাইনালের দিন ঘোষণা হলেও ভেন্যুর নাম দেওয়া হয়নি। ৩ জুন আইপিএলের ফাইনাল।

পুরনো সূচী অনুযায়ী ফাইনাল ইডেনে হওয়ার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে আইপিএল-এর ফাইনাল ইডেন থেকে সরতে পারে। ফাইনাল হবে আহমেদাবাদে। তার কারণ হিসেবে উঠে আসছে আবহাওয়া পরিস্থিতি। ৩ জুন নাকি কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আছে। যা নিয়ে ক্ষুব্ধ কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

বাকি ১৭টা ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে ৬টি শহরকে। এগুলি হল লখনউ, জয়পুর, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই এবং আহমেদাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্স এই তালিকাতেও নেই। এই ঘটনাও কলকাতাবাসীদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।

গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের আইপিএল ফাইনাল ইডেনে হওয়ার কথা ছিল। ইডেনেই ফাইনাল করতে হবে, এমন দাবিতে শুক্রবার সিএবি-এর সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান ক্রিকেটপ্রেমীরা।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, "নিয়মানুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোম গ্রাউন্ডেই ফাইনাল ম্যাচ হয়। এই নিয়মতো আইপিএল কর্তৃপক্ষই বানিয়েছিলেন। এখন নিজেদের বানানো নিয়ম নিজেরাই ভাঙছেন। সকলের মনে রাখা উচিত আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনও সীমান্ত ভাগ করি না। আমাদের রাজ্য সীমান্ত থেকে অনেক দূরে। যদি আহমেদাবাদে ফাইনাল হয় তাহলে সেটা পাকিস্তান সীমানা থেকে অনেক কাছের। তাই আমরা চাই ফাইনাল ইডেনেই হোক।"

সিএবির পক্ষ থেকেও ফাইনাল ইডেনে চেয়ে চিঠি দেওয়া হয়েছে বোর্ডকে। সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল গভর্নিং কমিটির সদস্য অভিষেক ডালমিয়াও উদ্যোগ নিয়েছেন ইডেনে ফাইনাল আয়োজনের ব্যাপারে। অতীতে বৃষ্টি শেষ হলেও ম্যাচ আয়োজন করার নজির কিন্ত রয়েছে ইডেনের। আর বৃষ্টির পূর্বাভাস দেখে কবে ভেন্যু ঠিক হয়েছে সেটা জানে না কেউ।

ইডেনে আইপিএল ফাইনালের দাবিতে বিক্ষোভ ক্রিকেটপ্রেমীদের
IPL 2025: যুদ্ধবিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল ইডেনে করাতে মরিয়া সিএবি!
ইডেনে আইপিএল ফাইনালের দাবিতে বিক্ষোভ ক্রিকেটপ্রেমীদের
La Liga: স্বপ্নভঙ্গ রিয়ালের, এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in